আজ ৩১শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ, ১৫ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

সালাহ উদ্দিনকে বরণ করতে রাজাখালী বিএনপি’র কক্সবাজার গমন


মোঃ দিদারুল ইসলাম, পেকুয়া >>>বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি স্থায়ী কমিটির সদস্য সাবেক যোগাযোগ প্রতিমন্ত্রী কক্সবাজার পেকুয়ার নির্বাসিত- নির্যাতীত, ত্যাগী ও মজলুম জনপ্রিয় নেতা সালাহউদ্দিন আহামেদ দীর্ঘ ১০ বছরের অধিক সময় পর নিজ জন্মস্থান কক্সবাজার পেকুয়ায় আসছে। তাঁকে হৃদয় উজাড় করা ভালবাসায় বরণ করে নিতে ডেডিকেটেড কক্সবাজার-পেকুয়াবাসী। পেকুয়া উপজেলার রাজাখালী ইউনিয়নের ১ নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি জিয়াউল করিম, সাধারন সম্পাদক মোহাম্মদ জাবেদ ও প্রবাসী বিষয়ক সম্পাদক মোহাম্মদ তামজীদ হাসমী সনেটের নেতৃত্বে শত শত বিএনপি ও অঙ্গ সংগঠনের কর্মি গাড়ী বহর নিয়ে রাজাখালী হাজী মার্কেট থেকে কক্সবাজার চকরিয়া হয়ে পুনরায় পেকুয়ায় সংবর্ধিত নেতার সংবর্ধনা সভায় যোগ দেন।

২৮ আগস্ট’২৪ ইং বুধবার সকাল ১০ টার সময় পেকুয়া উপজেলার রাজাখালী ইউনিয়নের হাজি মার্কেট থেকে গাড়ী বহর নিয়ে শত শত বিএনপি ও তার অঙ্গ সংগঠনের কর্মিরা যাত্রা শুরু করে প্রথমে কক্সবাজার, কক্সবাজার থেকে চকরিয়া হয়ে বিকালে পেকুয়ার সংবর্ধনা সভায় যোগদান করেন। এসময় উল্লেখযোগ্য যারা সাথে ছিলেন রাজাখালী ইউনিয়নের ১ নং ওয়ার্ডের বিএনপি নেতা বিশিষ্ট সমাজসেবক সাবেক মেম্বার আবুল হাসেম, ডাঃ শামীম, মোঃ ইলিয়াছ বাদশা, মন্জুরুল আলম, রশিদ মাঝি প্রমুখঃ।

উপস্থিত নেতৃবৃন্দ বলেন, সাবেক যোগাযোগ মন্ত্রী বিএনপি স্থায়ী কমিটির সদস্য নির্বাসিত নির্যাতীত নেতা সালাহ উদ্দিন আহামেদ কক্সবাজার-পেকুয়াবাসীর হৃদয়ের স্পন্দন। তিনি শুধু জনপ্রিয় রাজনৈতিক নেতাই নন, তিনি যোগাযোগ প্রতিমন্ত্রী থাকাকালীন কক্সবাজার-পেকুয়ায় যে উন্নয়ন কর্মকান্ড করেছে তা দল-মত নির্বিশেষে আপামর জনতা যুগযুগ ধরে কৃতজ্ঞতার সাথে স্মরন রাখবে। এলাকার উন্নয়ন ও মানুষের সেবা ও কল্যানের জন্য তিনি ছিলেন নিবেদিতপ্রান একজন স্বচ্ছ রাজনীতিবীদ।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর