চাটগাঁর সংবাদ ডেস্ক: চট্টগ্রামে আগামি তিনদিন বৃষ্টিপাতের প্রবণতা থাকতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। রবিবার (৩০ জুলাই) আবহাওয়ার পূর্বাভাসে সংস্থাটি জানিয়েছে, বঙ্গোপসােগরে সৃষ্ট লঘুটাপটির কারণে মৌসুমী বায়ু বাংলাদেশের উপর সক্রিয় রয়েছে।
সংস্থাটির দেয়া তথ্যানুযায়ী, মৌসুমী বায়ুর অক্ষ রাজস্থান, পাঞ্জাব, হরিয়ানা, উত্তর প্রদেশ, বিহার, লঘুচাপের কেন্দ্রস্থল এবং বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বর্ধিতাংশ উত্তরপূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে ।
চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। তবে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।