কেরানীহাটে ১৪ হাজার ইয়াবা নিয়ে র‌্যাবের হাতে ধরা


সাতকানিয়ার কেরানীহাট বাজারে ১৪ হাজার পিস ইয়াবাসহ ৬২ বছরের এক বৃদ্ধকে গ্রেপ্তার করেছে র‌্যাব। বুধবার (১ ফেব্রুয়ারি) সকালে মেহফিল রেস্টুরেন্টের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার বৃদ্ধ হলেন ছৈয়দ নূর। তার বাড়ি পৌরসভা ২ নম্বর ওয়ার্ডের সামিয়ার পাড়া এলাকায়।

র‌্যাব জানায়, বুধবার সকাল সাড়ে ৭টার দিকে কেরানীহাট বান্দরবান সড়কের মুখে মেহফিল রেস্তোরার সামনে মাদক বিক্রয়ের জন্য অপেক্ষা করছিলেন বৃদ্ধ ছৈয়দ নূর। খবর পেয়ে মেজর মেহেদী হাসানের নেতৃত্বে চন্দনাইশে টহলরত র‌্যাবের একটি টিম সেখানে গিয়ে তাকে গ্রেপ্তার করে। পরে মাদক আইনে মামলা করে তাকে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।

সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ ইয়াসির আরাফাত বলেন, ইয়াবাসহ গ্রেপ্তার আসামিকে পুলিশি হেফাজতে নিয়ে আদালতে সোপর্দ করা হচ্ছে।


Related posts

চট্টগ্রাম ৯ আসনের প্রার্থীর নাম ঘোষণার পরেই প্রত্যাহার

Mohammad Mustafa Kamal Nejami

প্রিমিয়ারে পরীক্ষা দিতে আসা ছাত্রলীগ নেতাকে পিটুনি, থানায় সোপর্দ

Mohammad Mustafa Kamal Nejami

পর্যটকের ঝুলন্ত মরদেহ উদ্ধার!

Chatgarsangbad.net

Leave a Comment