আজ ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

সাতকানিয়ায় ভিওআইপি ব্যবসায় র‌্যাবের হাতে গ্রেপ্তার


মোঃ নজরুল ইসলামঃ চট্টগ্রামের সাতকানিয়ায় ভিওআইপি ব্যবসায় র‌্যাবের হাতে গ্রেপ্তারের পর সোর্স ভেবে ইউছুপ নামে এক যুবককে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে। এ কারনে ইউছুপ তার বন্ধু নুরুল হুদা রনির বিরুদ্ধে সাতকানিয়া থানায় অভিযোগ করেছেন।

ইউছুপ ও নুরুল হুদা রনি দুজনই বন্ধু। তাদের বাড়ি কাঞ্চনা ইউনিয়নে।

অভিযোগসূত্রে জানা গেছে, রনি ভিওআইপির অবৈধ ব্যবসা করে। ওই অবৈধ ব্যবসার বিষয়টি র‍্যাব-৭ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে রনির চট্টগ্রাম বাকলিয়া এলাকায় ভাড়া বাসায় অভিযান পরিচালনা করে গত বছরের ১৬ ফেব্রুয়ারিতে ভিওআইপি ব্যবসার বিপুল পরিমাণ সরঞ্জাম উদ্ধার করে। ওদিন রাতে রনির বড় ভাই বদরুদ্দৌজা পারভেজ বদরুকে (৩৭) তার বাড়ি থেকে গ্রেপ্তার করে। একই সময় র‍্যাবের উপস্থিতি টের পেয়ে রনি পালিয়ে যায়। রনি ক্লাসমেট হওয়ায় ইউছুপসহ এলাকার অন্যান্য ব্যক্তিরাও সুসম্পর্কের কারণে তাদের চট্টগ্রামের বাসা চিনতো। র‍্যাব-৭ রনির বড় ভাইকে গ্রেফতার করার পর থেকে ইউছুপকে সন্দেহ করে। র‍্যাবকে তথ্য দিয়েছে ভেবে ২/৩ মাস আগে থেকে রনি ও রনির তার ভাই ইউছুপের উপর হামলা চালায়। চলতি বছরের ১৩ই জানুয়ারী সন্ধ্যা ৬টার দিকেকাঞ্চনা আনোয়ারুল উলুম মাদ্রাসার পশ্চিম পাশে মনির সওদাগরের দোকানে থেকে টাকা নেওয়ার জন্য গেলে রনি পূর্ব পরিকল্পিতভাবে ইউছুপের উপর আক্রমণ করে। ওই সময় রনি মনির সওদাগরের দোকানের দক্ষিণ পাশ থেকে গাছের বাটাম এনে হত্যার উদ্দেশ্যে ইউছুপের মাথা লক্ষ্য করে বারবার মারতে থাকে। এসময় ইউছুপ বাম হাত দিয়ে প্রতিহতের চেষ্টা করলে তার বাম হাতের কনুইয়ের উপরে লেগে জখম হয়। পরে এভাবে উপর্যপুরি আঘাতের সময় ইউছুপের চিৎকারে আশপাশের লোক এগিয়ে আসলে রনি পালিয়ে যায়।

এই বিষয়ে অভিযুক্ত রনিকে একাধিকবার কল করা হলেও ফোনে পাওয়া যায়নি তিনি কল কেটে দেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর