ইউক্রেন-রাশিয়া বৈঠক: যেসব শর্ত জানালো পুতিন


ইউক্রেনের সাথে বৈঠকে বসতে এবার শর্ত জুড়ে দিলো রাশিয়া। গত ২৪ ফেব্রুয়ারি থেকে সাবেক সোভিয়েত ইউনিয়নের দেশ ইউক্রেনে ‘বিশেষ সামরিক অভিযান’ চালাচ্ছে রাশিয়া। এরপর থেকেই রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে সরাসরি বৈঠকে বসার আহ্বান জানিয়ে আসছিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তবে তার এই আহ্বানে সাড়া দেননি পুতিন বরং জুড়েছেন নতুন নতুন শর্ত।

গতকাল মঙ্গলবার রাশিয়ার ইজভেস্তিজিয়া পত্রিকায় প্রকাশিত সাক্ষাৎকারে জানা যায়, প্রেসিডেন্ট পুতিন এবং জেলেনস্কির মধ্যে বৈঠক হতে হলে তা হবে এজেন্ডাভিত্তিক এবং আগে থেকেই এ ব্যাপারে খসড়া চূড়ান্ত করতে হবে যাতে তারা বৈঠকের সময় চূড়ান্তভাবে তাতে সই করতে পারেন। কিন্তু এই মুহূর্তে এ ব্যাপারে কোনও কথা নেই।

ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, পুতিন এবং জেলেনস্কির মধ্যকার বৈঠকের ব্যাপারে মস্কোর অবস্থানে কোনও পরিবর্তন হয়নি। শুধু বৈঠকের জন্য বৈঠকে বসার কোনও প্রয়োজন নেই।


Related posts

উপজেলা নির্বাচনের ফলাফল আগেই নির্ধারিত: বিএনপি

Chatgarsangbad.net

বিএনপির প্রচার সম্পাদককে গভীর রাতে তুলে নিয়ে গেলো পুলিশ

Chatgarsangbad.net

মহানবী (সাঃ)- কে কটূক্তির দায়ে ইরানের জনপ্রিয় গায়কের মৃত্যুদণ্ড

Chatgarsangbad.net

Leave a Comment