আইআইইউসিতে এইচআর ক্লাবের আয়োজনে প্রফেশনাল রিজিউমি রাইটিং এন্ড ইন্টারভিউ স্কিল কর্মশালা


অনলাইন ডেস্কঃ আন্তর্জাতিক ইসলামি বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের (আইআইইউসি) ব্যবসা প্রশাসন বিভাগের হিউম্যান রিসোর্স ক্লাবের আয়োজনে প্রফেশনাল রিজিউমি রাইটিং এন্ড ইন্টারভিউ স্কিল কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৩ মে) বিশ্ববিদ্যালয়ের সেমিনার হল এ পবিত্র কুরআন তিলাওয়াতের মাধ্যমে এ কর্মমালা শুরু হয়।

এইচ আর ক্লাবের প্রেসিডেন্ট সহকারী অধ্যাপক মো. মাহমুদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি ছিলেন ব্যবসা প্রশাসন বিভাগের ডীন প্রফেসর ড. মোহাম্মদ আকতারুজ্জামান খান, বিভাগীয় চেয়ারম্যান প্রফেসর ড. নেজামুল হক, প্রক্টর ইফতেখার উদ্দিন।

এসময় আরো উপস্থিত ছিলেন এমবিএ কো অর্ডিনেটর জোনায়েদ কবির, সহযোগী অধ্যাপক জাহিদ হোসেন ভূইয়া, আব্দুল্লাহ মো. আহসানুল মামুন, ড. রহীম উদ্দীনসহ বিশ্ববিদ্যালয়টির শিক্ষক ও শিক্ষিকাবৃন্দ।

আরও পড়ুন আইআইইউসির মিডিয়া প্রেস পাবলিকেশন অ্যান্ড এডভারটাইজম্যান্ট কমিটির ৮ম সভা অনুষ্ঠিত

কর্মশালায় স্পিকার ছিলেন ম্যাফ সুজ লিমিটেডের জেনারেল ম্যানেজার এইচ আর এডমিন মো. আতাউর রহমান ও এভারকেয়ার হাসপাতালের এইচ আর হেড ইমরানুল হক।

তারা তাদের কর্মজীবনের দীর্ঘ অভিজ্ঞতার আলোকে বিভিন্ন দিকনির্দেশনা ও প্রশিক্ষণ প্রদান করেন। অনুষ্ঠান শেষে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মছরুরুর মাওলা সেশন স্পিকারদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন৷

কর্মশালা শেষে সকল অংশগ্রহণকারীদের ধন্যবাদ জ্ঞাপন করেন এইচআর ক্লাবের জিএস মো. খালেদ সাইফুল্লাহ। এরপর গ্রুপ ফটোসেশানের মাধ্যমে আয়োজনের সমাপনী ঘোষণা করেন এইচআর ক্লাবের ফিমেল জিএস রেহেনুমা নাহার।


Related posts

চকরিয়া থানা হাজতে যুবকের রহস্যজনক মৃত্যু!

Mohammad Mustafa Kamal Nejami

জাতীয় যুব দিবস আজ

Chatgarsangbad.net

বান্দরবানে প্রায় ২০ লাখ টাকার সেগুন কাঠ উদ্ধার

Chatgarsangbad.net

Leave a Comment