আজ ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ, ২০শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ

সংগৃহীত ছবি

উৎপাদন বেড়েছে কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্রে


অনলাইন ডেস্কঃ রাঙ্গামাটির কাপ্তাই কর্ণফুলী জলবিদ্যুৎ কেন্দ্রে উৎপাদন বেড়েছে। গত কয়েক মাসের টানা খড়ার পর এখন বিদ্যুৎ উৎপাদন রেকর্ড ছাড়িয়েছে। সম্প্রতি টানা বৃষ্টি আর পাহাড়ি ঢলে বৃদ্ধি পেয়েছে রাঙ্গামাটির কাপ্তাই হ্রদের পানি। এ কারণে প্রতিদিন গড়ে বিদ্যুৎ উৎপাদন হচ্ছে প্রায় ২শ’ থেকে ২১০ মেগাওয়াট। যা গত কয়েক মাসের চেয়ে কয়েকগুণ বেশি। এভাবে বিদ্যুৎ উৎপাদন অব্যাহত থাকলে রাঙ্গামাটির কাপ্তাই কর্ণফুলী জলবিদ্যুৎ কেন্দ্র রেকর্ড ছাড়াবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

রাঙামাটি কাপ্তাই উপজেলার জলবিদ্যুৎ কেন্দ্র সূত্রে জানা গেছে, কাপ্তাই হ্রদে পানির ধারণক্ষমতা ১০৯ মিন সী লেভেল (এমএসএল)। তবে বর্তমানে রুলকার্ভ (পানির পরিমাপ) অনুযায়ী কাপ্তাই হ্রদে বর্তমানে ১০১ দশমিক ৩০ ফুট মিন সি লেভেল পানি থাকার কথা। কিন্তু হ্রদে পানি আছে ১০৬ দশমিক ৫১ ফুট মিন সি লেভেল পানি।

কাপ্তাই উপজেলার কর্ণফুলী জলবিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক এ টি এম আব্দুজ্জাহের বলেন, ‘বিদ্যুৎ উৎপাদন স্বাভাবিক হয়েছে। সচল আছে ৫টি উইনিট। কিন্তু যান্ত্রিক সমস্যার কারণে ২৪ মেগাওয়ার্ট বিদ্যুৎ উৎপাদন করা যাচ্ছে না। তবে বর্তমানে বিদ্যুৎ উৎপাদন হচ্ছে ২১০ মেগাওয়ার্ট। এটা আরও বৃদ্ধি পাবে।’


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর