প্রিন্ট এর তারিখঃ মে ১৪, ২০২৫, ২:২১ এ.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারি ১৩, ২০২৩, ১১:০২ অপরাহ্ণ
রামপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে পুরুস্কার বিতরন অনুষ্ঠান সম্পন্ন

সাতকানিয়া পৌর সদরে রামপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক পদক প্রতিযোগিতা ও পুরুষ্কার বিতরন অনুষ্টান বিদ্যালয়ের ম্যানিজিং কমিঠির সভাপতি মোঃ ইদ্রিচ এর সভাপতিত্বে ও সহকারী শিক্ষক এ্যানী দাশের পরিচালনায় অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন - সাতকানিয়া উপজেলা নির্বাহী অফিসার জনাব ফাতেমা তুজ-জোহরা মহোদয়।
বিশেষ অতিথি ছিলেন-সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মাষ্টার ফরিদুল আলম, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক সাইদুর রহমান দুলাল, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মোঃ গোলাম মাহবুব, সহকারী শিক্ষা অফিসার মীর কাসেদুল হক, সাতকানিয়া পৌরসভা ব্যবসায়ী সমিতির সভাপতি ও সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি, কামাল উদ্দিন, পৌরসভা সেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি মোঃ জাবেদ হোসেন প্রিন্স, দাতা পরিবারের আবুল কাসেম, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি জাহাঙ্গীর আলম চৌধুরী, সাধারণ সম্পাদক, রেজাউল করিম রাসেল, প্রধান শিক্ষক এনামুল হক চৌধুরী, বিদ্যালয়ের ম্যানিজিং কমিটির সহ সভাপতি জন্নত আরা বেগম, সদস্য - বদিউল আলম, হাসনা হেনা, তাপসী দাশ, মোঃ শাকিল, মোঃ হাসান প্রমূখ। অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন - বর্তমান সরকার শিক্ষা বান্ধব সরকার, সরকার জাতিকে আধুনিক শিক্ষায় শিক্ষিত করে স্মার্ট বাংলাদেশ প্রতিষ্টার লক্ষ্যে কাজ করছে। প্রাথমিক শিক্ষা ব্যবস্থা কে আরো আধুনিক ভাবে সাজানো হয়েছে।

তিনি বলেন- বিদ্যালয় অবকাঠামো গত ভাবে পিছিয়ে রয়েছে, তিনি বিদ্যালয়ের দাতা পরিবারের সাথে আলাপ আলোচনা করে জমি জটিলতা নিরসন করে নতুন ভবন নির্মানের উপর গুরত্তারোপ করেন, পরে প্রধান অতিথি - শিক্ষার্থীদের মাঝে পুরুষ্কার বিতরন ও নতুন শিশু শ্রেনী উদ্ভোধন করেন।
Copyright © 2025 Chatgar sangbad. All rights reserved.