আজ ৪ঠা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ১৯শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

ছবি: ইয়াবা পাচারকালে আটক

চন্দনাইশে ২ হাজার ইয়াবাসহ প্রাইভেটকার জব্দ, আটক ১


মো. কামরুল ইসলাম মোস্তফা, চন্দনাইশঃ চন্দনাইশে দুই হাজার ইয়াবাসহ একটি প্রাইভেট কার (ঢাকা মেট্রো-গ-১২-০৫৭০) জব্দ করেছে থানা পুলিশ।

শনিবার (২ সেপ্টেম্বর) বেলা ১২টার দিকে চন্দনাইশ পৌরসভাস্থ উত্তর গাছবাড়ীয়া এলাকায় সড়ক ও জনপথ অফিসের সামনে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক থেকে প্রাইভেট কারটি জব্দ করা হয়।

এসময় পাচারকারী মো. তুহিন আলী (৩৪) কে আটক করা হয়। আটককৃত তুহিন আলী রাজশাহী জেলার চারঘাট থানার চারঘাট পৌরসভার ৩নম্বর ওয়ার্ডের থানাপাড়া এলাকার মৃত ইয়াদ আলীর ছেলে।

চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আনোয়ার হোসেন জানান, ‘মাদক উদ্ধারে নিয়মিত অভিযান চালাচ্ছে চন্দনাইশ থানা পুলিশ। তারই ধারাবাহিকতায় প্রাইভেট কারে করে সুকৌশলে ইয়াবা পাচারকালে দুই হাজার ইয়াবাসহ একজনকে আটক করা হয়েছে। এই ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া অব্যাহত রয়েছে। আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে আটককৃত ব্যক্তিকে আদালতে সোপর্দ করা হবে।’

মাদক ব্যবসায়ীরা মাদক পাচারের নতুন নতুন কৌশল অবলম্বন করলেও আমাদের চোখ ফাঁকি দেয়া কঠিন বলে যোগ করেন তিনি।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর