Hom Sliderবাংলাদেশ

শেখ রাসেল দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা


শেখ রাসেল দিবস উপলক্ষে বনানী কবরস্থানে ১৫ আগস্টের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসময় তাঁর ছোট বোন শেখ রেহানা সাথে ছিলেন। আজ মঙ্গলবার (১৮ অক্টোবর) বনানী কবরস্থানে পুষ্পস্তবক অর্পণ করেন তাঁরা।

শেখ হাসিনা ও শেখ রেহানা ১৫ আগস্টের শহীদদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন। বনানী কবরস্থানে তাঁদের মা বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব, ভাই শেখ কামাল, শেখ জামাল ও শেখ রাসেল এবং ১৯৭৫ সালের ১৫ আগস্টের অন্যান্য শহীদদের চিরনিদ্রায় শায়িত করা হয়।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের আজ ৫৯তম জন্মদিন, যা সারাদেশে শেখ রাসেল দিবস হিসেবে পালিত হচ্ছে। বঙ্গবন্ধু, তাঁর সহধর্মিণী বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব, তাঁদের তিন পুত্র- শেখ কামাল, শেখ জামাল ও শেখ রাসেল- এবং বঙ্গবন্ধুর পরিবারের অধিকাংশ সদস্য ও তাঁর নিকটাত্মীয়রা ১৯৭৫ এর ১৫ আগস্টের রাতে একদল বিপথগামী সেনা সদস্য দ্বারা নির্মম ভাবে হত্যার শিকার হন। বঙ্গবন্ধুর দুই কন্যা বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর ছোট বোন শেখ রেহানা সেই সময় বিদেশে থাকায় হত্যাকান্ড থেকে রক্ষা পান।

সূত্র : বাসস


Related posts

করোনার জেএন.১ ভ্যারিয়েন্টে বিশ্ব স্বাস্থ্য সংস্থার উদ্বেগ

Chatgarsangbad.net

পেরুকে হারিয়ে জয়ে ফিরল আর্জেন্টিনা

Chatgarsangbad.net

চান্দগাঁও এলাকায় পুলিশের সঙ্গে বিএনপিকর্মীদের সংঘর্ষ

Chatgarsangbad.net

Leave a Comment