আজ ৩০শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ, ১৫ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন

১৪ সেপ্টেম্বর প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন


সদ্য সমাপ্ত ভারত সফর নিয়ে সংবাদ সম্মেলন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার (১৪ সেপ্টেম্বর) প্রধানমন্ত্রীর বাসভবন গণভবনে বিকাল ৪টায় এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। আজ সোমবার (১২ সেপ্টেম্বর) বিকালে প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে জানানো হয়েছে সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী সরাসরি উপস্থিত থাকবেন।

প্রসঙ্গত, ৫ সেপ্টেম্বর ৪ দিনের রাষ্ট্রীয় সফরে ভারতে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সফরে হায়দ্রাবাদ হাউসে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার মধ্যে আলোচনা অনুষ্ঠিত হয়। এতে নিরাপত্তা সহযোগিতা, বিনিয়োগ, ক্রমবর্ধমান বাণিজ্য সম্পর্ক, বিদ্যুৎ ও জ্বালানি খাতের সহযোগিতা, অভিন্ন নদীর পানি বণ্টন, পানি সম্পদ ব্যবস্থাপনা, সীমান্ত ব্যবস্থাপনা, মাদক চোরাচালান ও মানব পাচার রোধ সংক্রান্ত বিষয়গুলো অগ্রাধিকার পায়।

এ সফরে দুই দেশের মধ্যে সাতটি সমঝোতা স্মারক (এমওইউ) সই হয়। স্মারক সই শেষে দুই প্রধানমন্ত্রী যৌথ বিবৃতি দেন। সফর শেষ করে ৮ সেপ্টেম্বর রাতে দেশে ফেরেন প্রধানমন্ত্রী।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর