বিশেষ প্রতিনিধিঃ চন্দনাইশ পৌরসভার বদুরপাড়া গ্রামের হৃদরোগে আক্রান্ত, অসুস্থ হাজী রমিজ আহমদের অসহায়ত্বের সুযোগ নিয়ে তার স্ত্রী, ১ ছেলে, আরেক ছেলের ওয়ারিশ, ৪ কন্যার সমুদয় সম্পত্তি তার অপর ছেলে সাহেদুল ইসলাম কর্তৃক আত্মসাৎ করার অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন অন্যান্য ওয়ারিশগণ। ১৫ জুলাই বিকেলে রমিজ আহমদের স্ত্রী ওমর খাতুন সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্যে বলেন, গত ১৯ মে তার স্বামী হৃদরোগে আক্রান্ত হয়ে দীর্ঘদিন হাসপাতালে ছিলেন। তার শরীরে ৩টি ব্লক ধরা পড়ে, তিনি স্বাভাবিকভাবে জীবন যাপন করতে পারেন না, সম্পূর্ণ সুস্থ নন। তার পক্ষে স্বাভাবিকভাবে কাজ করা সম্ভব নয় বলে তিনি দাবি করেন। ইতিমধ্যে তাদের সন্তান সাহেদুল ইসলাম তার স্বামীর অসুস্থতা ও অসহায়ত্বের সুযোগ নিয়ে তার সমুদয় সম্পত্তি আত্মসাৎ করার লক্ষে গত ১৩ জুন সাহেদুল ইসলামের নামে হেবা দলিল সম্পাদন করে। বিষয়টি জানতে পেরে তারা আদালতে দলিল বাতিলের মামলা করবেন বলে জানান। তিনি আরো বলেন তার বড় ছেলে আকতার হোসেন (সিআইপি) প্রবাসে থাকেন, ছোট ছেলে মৃত দিদারুল ইসলাম বাবুলের ২ ছেলে ২ মেয়েকে নিয়ে অতি কষ্টে জীবন অতিবাহিত করছে। এছাড়া তার ৪ মেয়ে নুর নাহার বেগম, পারভিন আকতার, শাহানা আকতার, জেসমিন আকতারদের সমস্ত সম্পত্তি আত্মসাৎ করে। সংবাদিক সম্মেলনে অন্যানদের মধ্যে উপস্থিত ছিলেন দিদারের স্ত্রী রানু আকতার, মেয়েদের মধ্যে শাহানা আকতার, পারভীন আকতার, নুরু নাহার, জেসমিন আকতার।
Leave a Reply