আজ ১০ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৩শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

সংগৃহীত ছবি

আজকের কাগজ’র প্রকাশক কাজী শাহেদের মৃত্যুতে রাষ্ট্রপতির শোক


অনলাইন ডেস্কঃ রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন অধুনালুপ্ত ‘দৈনিক আজকের কাগজ’ পত্রিকার প্রকাশক ও সম্পাদক, জেমকন গ্রুপের প্রতিষ্ঠাতা এবং বিশিষ্ট ক্রীড়া সংগঠক লে. কর্নেল (অব.) কাজী শাহেদ আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

মঙ্গলবার (২৯ আগস্ট) এক শোক বার্তায় রাষ্ট্রপতি বলেন, ‘বাংলাদেশে আধুনিক সাংবাদিকতার ক্ষেত্রে কাজী শাহেদের অবদান জাতি শ্রদ্ধার সাথে স্মরণ করবে।’

রাষ্ট্রপ্রধান মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

উল্লেখ্য, কাজী শাহেদ আহমেদ গতকাল সোমবার সন্ধ্যা সোয়া সাতটায় রাজধানীর একটি হাসপাতালে ইন্তেকাল (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) করেন।
তার বয়স হয়েছিল ৮২ বছর। তিনি স্ত্রী ও তিন ছেলে রেখে গেছেন।

তথ্যসূত্র: বাসস


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর