আজ ২রা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

সংগৃহীত ছবি

ওয়ানডে সিরিজ জয়ে ক্রিকেট দলকে রাষ্ট্রপতির শুভেচ্ছা


রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ গতকাল বুধবার দ্বিতীয় ওয়ানডেতে ভারতের বিপক্ষে জয়লাভের জন্য বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন। এক অভিনন্দন বার্তায় রাষ্ট্রপ্রধান ভারতকে হারানোর জন্য খেলোয়াড়, কোচ, জাতীয় ক্রিকেট দলের কর্মকর্তা এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সহ সংশ্লিষ্ট সকলকে অভিনন্দন জানিয়েছেন।

শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় ওয়ানডেতে ভারতকে ৫ রানে হারিয়ে তিন ম্যাচের সিরিজ জিতে নিয়েছে বাংলাদেশ।

রাষ্ট্রপতি হামিদ আশা প্রকাশ করেন, ‘বাংলাদেশ ক্রিকেট দলের জয়ের ধারা আগামী দিনেও অব্যাহত থাকবে।’

 

তথ্যসূত্র : বাসস


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর