আজ ২৭শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ১০ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ

ছবি: সীরাতুন্নবী (স.)

ইঞ্জিনিয়ার ইনস্টিটিউটে চুনতীর আন্তর্জাতিক সীরাতুন্নবী (স.) মাহফিলের প্রস্তুতিসভা ৪ সেপ্টেম্বর


অনলাইন ডেস্কঃ চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতীর ঐতিহাসিক ১৯ দিনব্যাপী ৫৩তম আন্তর্জাতিক মাহফিলে সীরতুন্নবী (স.) শাহ মঞ্জিল সীরত ময়দানে ২৭ সেপ্টেম্বর ২০২৩, ১১ রবিউল আউয়াল ১৪৪৫ হিজরি, বুধবার থেকে শুরু হবে।

আগামী ১৫ অক্টোবর ২০২৩ আখেরি মোনাজাতের মধ্য দিয়ে ১৯ দিনব্যাপী ৫৩তম
আন্তর্জাতিক মাহফিলে সীরতুন্নবী (স.) সমাপ্তি হবে। প্রতিবছরের মত মাহফিলকে তাৎপর্যময়, শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন করার লক্ষ্যে মাহফিল আয়োজক ও স্থানীয়রা ইতিমধ্যে প্র¯‘তি সম্পন্ন করেছেন। চুনতী ১৯ দিনব্যাপী ৫৩তম আন্তর্জাতিক মাহফিলে সীরতুন্নবী (সা.) চট্টগ্রাম মহানগর উপকমিটির প্রস্তুতি সভা আগামী ৪ সেপ্টেম্বর সোমবার বাদে মাগরিব চট্টগ্রাম নগরীর ইঞ্জিনিয়ার ইনস্টিটিউট হলে অনুষ্ঠিত হবে।

সংশ্লিষ্ট সকলকে যথাসময়ে প্রস্তুতি সভায় উপস্থিত থাকার জন্য মাহফিল মোতোয়াল্লী কমিটির সাংগঠনিক সম্পাদক শাহজাদা আব্দুল মালেক ইবনে দিনার নাজাত বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর