দিদারুল আলম (দিদার)
চট্টগ্রাম সীতাকুণ্ডে বিদ্যুৎ স্পর্শে আলাউদ্দিন নামে এক মুরগী খামারীর মর্মান্তিক মৃর্ত্যু ঘটে।সীতাকুন্ডের বাড়বকুণ্ড মান্দারীটোলা গ্রামে মোঃ আলাউদ্দিন (৩৫) গত বৃহশপতিবার রাত ৮ টার দিকে খামারে মুরগীর পরিচর্চাকালে অসাবধানতার বশতঃ বিদ্যুৎ তারে হাত লেগে গেলে তিনি গুরুতর আহত হন,লোকজন দেখে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে। আলাউদ্দিন মান্দারীটোলা গ্রামের জামাল মেম্বার বাড়ীর আনিসুল হক ভোলনের ছেলে।জামাল মেম্বার জানায়,আলাউদ্দিন খুব ভাল ছেলে ছিল। লাশ প্রশাসনের অনুমোদনে দাফন করা হয়েছে।
Leave a Reply