আজ ২৬শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ, ১০ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

সংগৃহীত ছবি

ইডিইউ’র শিক্ষার্থীদের পতেঙ্গা সৈকত পরিষ্কার কর্মসূচি


পতেঙ্গা সৈকত পরিষ্কার কর্মসূচি পালন করেছে ইডিইউ’র শিক্ষার্থীরা। আজ রবিবার (২৩ অক্টোবর) সকালে ‘কঠোরতা পরিহার করি, প্লাস্টিককে না বলি’ স্লোগানে পতেঙ্গা সৈকতে প্লাস্টিকের খালি বোতলনসহ অপচনশীল আবর্জনা পরিষ্কার করে ইস্ট ডেল্টা ইউনিভার্সিটি স্যোশাল সার্ভিস ক্লাব। এসময় সবার গায়ে ছিলো হলুদ রংয়ের টি-শার্ট। কেউ ময়লা কুড়াচ্ছেন আবার কেউ ঝুড়িতে ময়লা রাখছেন। দূর থেকে দেখে মনে হচ্ছিলো সবাই পরিচ্ছন্নতা কর্মী। সৈকতকে পরিচ্ছন্ন ও দূষণমুক্ত রাখতে ইউনিভার্সিটির ৩০ জন শিক্ষার্থী এ পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করে।

শিক্ষার্থীদের এই ব্যতিক্রমী পরিচ্ছন্নতা অভিযানে সার্বিক সহযোগিতা করেছেন এশিয়ান গ্রুপের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ও চট্টগ্রাম চেম্বারের পরিচালক সাকিফ আহমেদ সালাম। ক্লাবের প্রেসিডেন্ট আবাদ হাসানের নেতৃত্বে পরিচ্ছন্নতা অভিযানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অন্যদেরও সৈকতে ময়লা না ফেলার বিষয়ে সচেতনতা সৃষ্টির আহ্বান জানান।

এছাড়াও এশিয়ান গ্রুপের উদ্যোগে পতেঙ্গা সৈকতে কিছু ডাস্টবিন দেওয়া হয়। পরিবেশ বাঁচাতে এমন কাজ চলবে বলে জানান শিক্ষার্থীরা।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর