আজ ১৮ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ১লা মে, ২০২৫ খ্রিস্টাব্দ

রোজ পাল্কি সাজে


শামীমা আক্তার সাথী

রোজ পাল্কি সাজে মসজিদে
তোমায় হঠাৎ নিয়ে যেতে,
দূর বহুদূর অচিনপুর
যেথায় থেকে আসবে না ফিরে।

তবুও আছো তুমি অচেতনে
ধরার প্রেমে দিবারাত্রি পড়ে
ভাবছ না কবে ঐ পাল্কি এসে
দাঁড়াবে বন্ধু তোমার দ্বারে।

জন্ম মৃত্যু বিয়ে এই তিন নিয়ে
নতুন করে তুমি সাজবে,
মরণের সাজ নিয়ে যাবে
তোমায় বন্ধু শুনো চিরতরে।

সেই পাল্কি তোমার অপক্ষাতে
প্রতিটা প্রহর গুনতে থাকে
সাদা কাপড়ে মুড়িয়ে তোমায়
সে তো বন্ধু ঠিক নিয়ে যাবে।

সে আসলে পাড়াপ্রতিবেশি
তোমার প্রতি সহানুভূতি হবে
মুখ ফিরিয়ে ছিল যে জন
সে ও আসবে দেখতে ছুটে।

আসবেই আসবে সেই পাল্কি
শেষ যাত্রা তোমার কবর বাড়ি
তার চিন্তা নাই ঘুরছ তুমি
এই ধরার বুকে নিত্যদিন-ই।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর