চট্টগ্রাম

আইআইইউসি’র ইংরেজি মাস্টার্স প্রোগ্রামের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত


আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) এর ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগের এম এ (ইএল, ইএলটি এবং প্রিলিমিনারি) স্প্রিং -২০২৩ সেশনের এর ছাত্র-ছাত্রীদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম মঙ্গলবার (১৩ জুন) সন্ধ্যায় চট্টগ্রাম শহরস্থ কপার চিমনি রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়েছে।

ওরিয়েন্টেশন প্রোগ্রামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) এর উপাচার্য প্রফেসর আনোয়ারুল আজিম আরিফ। প্রধান অথিতির বক্তব্যে প্রফেসর আনোয়ারুল আজিম আরিফ বলেন, ইংরেজি সাহিত্যে উচ্চতর ডিগ্রী অর্জন করে দেশ ও সমাজের উন্নয়নে মনোনিবেশ করতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন থেকে আইআইইউসির দায়িত্ব বোর্ড অব ট্রাস্টিজ এর চেয়ারম্যান প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী এমপির হাতে দিয়েছেন তখন থেকেই আইআইইউসির অবকাঠামোগত ও শিক্ষার মানের আমূল-পরিবর্তন এসেছে। এরই ধারাবাহিকতায় আইআইইউসি বর্তমানে বাংলাদেশের অন্যতম একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়। শিক্ষা জীবনে বর্তমানে কম্পিটিশনের পাশাপাশি কো-অপারেশন খুব জরুরী। তিনি ইংরেজী বিভাগের মাস্টার্স প্রোগ্রামের নবীন শিক্ষার্থীদেরকে ধন্যবাদ জানান উচ্চশিক্ষার ক্ষেত্রে আইআইইউসিকে বেছে নেওয়ার জন্য। ইংরেজি ভাষার পাশাপাশি মাতৃভাষায় চর্চার উপরও তিনি গুরুত্বারোপ করেন।

ইংরেজী ভাষা ও সাহিত্য বিভাগের চেয়ারম্যান মোঃ ছরওয়ার আলম এর সভাপতিত্বে অনুষ্ঠিত ওরিয়েন্টেশন প্রোগ্রামে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইআইইউসি’র সম্মানিত ট্রেজারার, কলা ও মানবিক অনুষদ এর ডীন প্রফেসর ড. মুহাম্মদ হুমায়ুন কবির, রেজিস্ট্রার এএফএম আখতারুজ্জামান (কায়সার), প্রক্টর মোহাম্মদ ইফতেখার উদ্দিন, মাস্টার্স প্রোগ্রামের কো-অর্ডিনেটর আবু সালেহ নিজাম উদ্দীন এবং অন্যান্য শিক্ষকমণ্ডলী।

অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ আজিজুল হক। এতে নবীনদের মধ্যে বক্তব্য রাখেন জওহার দুদায়েভ, জিয়াউদ্দীন বাবলু, কফিলুর রহমান জামশেদ, তুসী দাস, নাজিয়া সুলতানা, তানজিবা ইসলাম।- প্রেস বিজ্ঞপ্তি


Related posts

সোনাকানিয়া ইউপি চেয়ারম্যান নুর আহমদ-এর মৃত্যুতে শোক

Chatgarsangbad.net

পেকুয়া সড়ক দুর্ঘটনায় একই পরিবারের তিনজন সহ নিহত- ৫

Chatgarsangbad.net

দেশে ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু

Chatgarsangbad.net

Leave a Comment