আজ ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

পটিয়ায় আজ থেকে অবৈধ মোটর সাইকেলের বিরুদ্ধে অভিযান শুরু


হেলমেট ও নাম্বারবিহীন মোটর সাইকেলের বিরুদ্ধে পটিয়ায় আজ থেকে অভিযান শুরু হচ্ছে। পটিয়াকে কিশোর গ্যাং মুক্ত করতে চট্টগ্রামের জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান ও পুলিশ সুপার এসএম শফিউল্লাহ’র নির্দেশে এ অভিযান শুরু হচ্ছে। যে সকল মোটর সাইকেল নাম্বারবিহীন ও চালকের হেলমেট থাকবে না তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। পটিয়া পৌর সদরের কয়েকটি পয়েন্টে থানা পুলিশের সাথে থাকবে ট্রাফিক পুলিশও৷ অভিযান চলাকালে কারো অনৈতিক কোন তদবির রাখা যাবে না বলে পুলিশ জানিয়েছেন। পটিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) রেজাউল করিম মজুমদার জানান, চট্টগ্রামের জেলা প্রশাসক ও পুলিশ সুপার স্যারের নির্দেশক্রমে পটিয়াকে কিশোর গ্যাং মুক্ত করার কাজ শুরু হয়েছে৷ পটিয়ায় হেলমেট ও নাম্বারবিহীন মোটর সাইকেল চালকদের গাড়ি আটক করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরও জানান,পটিয়ায় কিশোর গ্যাংয়ের উৎপাত বন্ধ না হওয়া পর্যন্ত এ অভিযান চলতে থাকবে ৷


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর