আজ ২৬শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ১১ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

সংগৃহীত ছবি

পূজার বন্ধ থাকায় উন্মুক্ত বিশ্ববিদ্যালয় দিবস ৩১ অক্টোবর


অনলাইন ডেস্কঃ শিক্ষা অর্জন থেকে ঝরে পড়াদের সুবধিার্থে, বাংলাদেশের সর্বস্তরের শিক্ষাকে দূরশিক্ষণ পদ্ধতির মাধ্যমে সকল স্তরের জনগনের কাছে পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে ১৯৯২ সালের ২০ অক্টোবর বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের যাত্রা শুরু হয়েছিলো।

সেই যাত্রায় হাঁটি হাঁটি পা পা করে প্রায় তিন যুগ ছুঁতে চলেছে এই স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠান। বিশ্ববিদ্যালয়টির তথ্য ও গণসংযোগ বিভাগ জানিয়েছে, চলতি বছর দুর্গপূজার বন্ধ থাকার কারণে উন্মুক্ত বিশ্ববিদ্যালয় দিবস ৩১ অক্টোবর (মঙ্গলবার) উদযাপিত হবে।

সারাদেশে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ১২টি আঞ্চলিক কেন্দ্র, ৮০টি কো অর্ডিনেটিং আফিস এবং ১ হাজারের বেশি টিউটোরিয়াল কেন্দ্র রয়েছে। দেশজুড়ে বিভিন্ন বিশ্ববিদ্যালয়, কলেজ ও স্কুলে এই বিশ্ববিদ্যালয়ের ১ হাজার ৪৭৫টি স্টাডি সেন্টার রয়েছে। এসব কেন্দ্রে মাসে দুই দিন টিউটোরিয়াল ক্লাস পরিচালনার জন্য ২৪ হাজার শিক্ষক সংযুক্ত আছেন। চট্টগ্রামে সিআরবিতে বিশ্ববিদ্যালয়টির আঞ্চলিক ক্যাম্পাস রয়েছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর