Hom Sliderবাংলাদেশ

কবুতর দেখতে গিয়ে ছাদ থেকে নিচে পড়ে একজনের মৃত্যু


অনলাইন ডেস্কঃ রাজধানীর গেন্ডারিয়ার স্বামীবাগে একটি বাড়ির ছাদে কবুতর দেখাশোনা করার সময় নিচে পড়ে জিল্লুর রহমান জীবন (৪০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শনিবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় স্বামীবাগ ৩৭/বি নম্বর ৩ তলা বাড়িতে এ ঘটনা ঘটে।

তাকে হাসপাতালে নিয়ে আসা তার ছোট ভাই মো. রতন ও স্বজনরা জানান, তারা নিজেদের ওই বাড়িতেই থাকেন। পুরান ঢাকার আলুবাজারে জীবনের নিজের স্যানিটারির দোকান আছে। এছাড়া বাড়ির ছাদে বহুদিন ধরে কবুতর পালন করেন তিনি। তবে ছাদে কোনো রেলিং নেই। সন্ধ্যায় কবুতর দেখাশুনার জন্য ছাদে যান। এর কিছুক্ষণ পর সেখান থেকে পা পিছলে নিচে পড়েন যান।

পরে দেখতে পেয়ে তাকে দ্রুত স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হলে চিকিৎসক রাত ৯টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

স্বজনরা আরও জানান, ২০ দিন আগে ছেলে সন্তানের বাবা হয়েছেন জীবন। তবে তার স্ত্রী-সন্তান নারায়ণগঞ্জে বাবার বাড়িতে আছেন। তবে আজ শরীর একটু খারাপ লাগায় বাসায় ছিলেন। পরে বাড়ির ছাদে কবুতর দেখতে যায়।

চিকিৎসকের বরাত দিয়ে ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. বাচ্চু মিয়া তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

তথ্যসূত্র: বাংরানিউজ২৪


Related posts

নোবেল প্রাইজ পেলেন যুক্তরাষ্ট্রের ৩ অর্থনীতিবিদ

Chatgarsangbad.net

২৪৭ রানে প্রথম ইনিংসে অলআউট বাংলাদেশ

Mohammad Mustafa Kamal Nejami

চীনের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

Chatgarsangbad.net

Leave a Comment