চাঁন্দগাও প্রতিনিধি:
স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে ওসমানিয়া গ্লাস ফ্যাক্টরি জামে মসজিদ প্রাঙ্গণে একটি আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন চাঁন্দগাও থানা জাতীয় শ্রমিক লীগের সভাপতি জামাল আহমদ এবং সঞ্চালনায় ছিলেন জাতীয় শ্রমিক লীগ কালুরঘাট অঞ্চলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম দুলাল। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন জাতীয় শ্রমিক লীগ কালুরঘাট শিল্পাঞ্চলের সভাপতি আলী আকবর, প্রধান বক্তা হিসেবে উপস্হিত ছিলেন জাতীয় শ্রমিক লীগ কালুরঘাট শিল্পাঞ্চলের কার্যকরী সভাপতি এসএম আনোয়ার মির্জা, ও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় শ্রমিক লীগ কালুরঘাট শিল্পাঞ্চলের সাধারণ সম্পাদক মোঃ নেছার উল্লাহ খান, জাতীয় শ্রমিক লীগ চান্দগাঁও থানা শাখার সহ-সভাপতি গুলজার হোসেন নয়ন, জাতীয় শ্রমিক লীগ কালুরঘাট শিল্পাঞ্চলের ভাইস প্রেসিডেন্ট মুহাম্মদ এনামুল হক মিঠু।
সভায় উপস্হিত ছিলেন কালুরঘাট অঞ্চল এবং চাঁন্দগাও থানার নেতৃবৃন্দ জাফর আহমেদ, মোঃ কামরুজ্জামান, হাসানুজ্জামান, মোঃ হান্নান, মোঃ সাহাব উদ্দিন, আবুল কালাম, দীপঙ্কর ঘোষ, আব্দুল মান্নান টিটু সাধারণ সম্পাদক জাতীয় শ্রমিক লীগ ৫নং মোহরা ওয়ার্ড। মোঃ শাহাজাহান, দিদারুল আলম নিজামী, মোঃ হারুন, মোঃ জাহিদুল, আসাদুজ্জামান রুবেল, আব্দুস সালাম, মোঃ জাহাঙ্গীর হোসাইন, মোঃ শামসুদ্দিন প্রমুখ। পরিশেষে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের অন্যান্য সদস্যদের আত্মার মাগফেরাত ও বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করে দোয়া পরিচালনা করা হয়।
Leave a Reply