আজ ৩১শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ, ১৫ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

চট্টগ্রামে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে ৩ সফল মৎস্যচাষী পেয়েছেন সম্মাননা


আব্দুল্লাহ আল মারুফ নিজস্ব প্রতিবেদক >>>চট্টগ্রাম: মৎস্য উৎপাদনে সফলতার জন্য চট্টগ্রামের তিনজন সফল মৎস্যচাষী মো. জাবেদ আলী, মোহাম্মদ কুতুব উদ্দিন, মো. গিয়াস উদ্দিনকে সম্মাননা ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান করা হয়েছে।বুধবার(৩১ জুলাই) সকালে চট্টগ্রাম সার্কিট হাউসে ‘জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৪’ উদযাপন উপলক্ষে আয়োজিত অংশীজনদের সমন্বয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় এ সম্মাননা প্রদান করা হয়।জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগাম বিভাগের বিভাগীয় কমিশনার মোঃ তোফায়েল ইসলাম। এর আগে মৎস্য সপ্তাহ উপলক্ষ্যে সার্কিট হাউস প্রাঙ্গন হতে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়েছে।মৎস্য উৎপাদনে বিশ্বের মধ্যে বাংলাদেশ পঞ্চম এবং ইলিশ উৎপাদনে ১১ দেশের মধ্যে প্রথম উল্লেখ করে জেলা প্রশাসক বলেন, আশা করি স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আমাদের সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় মৎস্য খাত আরো এগিয়ে যাবে। এসময় তিনি চট্টগ্রাম ফিশ ল্যান্ডিং স্টেশনের প্রয়োজনীয়তা রয়েছে উল্লেখ করেন।মৎস্য উৎপাদনে সফলতার জন্য অনুষ্ঠানে চট্টগ্রামের তিনজন সফল মৎস্যচাষী – মোঃ জাবেদ আলী, মোহাম্মদ কুতুব উদ্দিন, মোঃ গিয়াস উদ্দিনকে সম্মাননা ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান করা হয়।পরে বায়েজিদ বোস্তামি মাজার পুকুরে পোনা অবমুক্ত করা হয়েছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর