আব্দুল্লাহ আল মারুফ, চট্টগ্রাম
চট্টগ্রামের মহানগরীর পতেঙ্গায় কর্ণফুলী নদীর ডলফিন জেটির পাশে বাংলাদেশ শিপিং করপোরেশনের ১) টি তেলবাহী জাহাজে ভয়াবহ আগুনের সূত্রপাত ঘটে লেগেছে। সোমবার (৩০ সেপ্টেৃম্বর) বেলা সোয়া ১১টার সময়‘বাংলার জ্যোতি’ নামক জাহাজটিতে আগুন লাগে। বিস্ফোরণের পর জাহাজে আগুন ধরে যায়। আগুন নিয়ন্ত্রণে কোস্টগার্ড, নৌবাহিনী ও ইস্টার্ন রিফাইনারির নিজস্ব ফায়ার ফাইটিং টিম কাজ চালাচ্ছে।
ইস্টার্ন রিফাইনারির ডিজিএম এ কে এম নঈমুল্লাহ বলেন, জাহাজে আগুন লাগার পর সবাই নিরাপদে নেমে আসছেন। বাংলার জ্যোতি জাহাজটি বহির্নোঙ্গর থেকে অপরিশোধিত তেল রাষ্ট্রায়ত্ত পরিশোধনাগার ইস্টার্ন রিফাইনারির জেটিতে পরিবহনে কাজ করে বলে জানিয়েছেন কর্মকর্তারা।
আগুন লাগার পর জাহাজ থেকে বের হওয়া কালো ধোঁয়ার কুণ্ডলিতে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়। এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে জাহাজের সবাই নিরাপদে বের হয়ে আসায় স্বস্তি প্রকাশ করেছেন এনেকই।ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। পাশাপাশি কাজ করছে নৌবাহিনী ও বিমানবাহিনী।
কতৃপক্ষ সূত্রে জানাগেছে, সকালে জ্বালানি তেল বোঝাই করে জাহাজটি জেটিতে পৌঁছে। তেল খালাসের সময় সেখানে বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনার পর কালো ধোঁয়ার কুণ্ডলি ছড়িয়ে পড়ে।
Leave a Reply