আজ ২৪শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ, ৯ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

৫ অক্টোবর কবিয়াল কালাম মিয়ার মৃত্যুবার্ষিকী


 

সৈয়দ শিবলী ছাদেক কফিল:

কাল ৫ অক্টোবর বিষুদবার কবিয়াল সম্রাট খ্যাত কালাম মিয়া ফারুকীর দ্বাদশ মৃত্যুবার্ষিকী। এ উপলক্ষ্যে কবিয়াল সমন্বয় সংসদ, গবেষণা সংস্থা “মানুষের ঠিকানা” ও পারিবারিক আয়োজনে বিভিন্ন কর্মসূচি পালিত হবে। কর্মসূচির মধ্যে রয়েছে খতমে কোরআন, মাইজভান্ডারী ছেমা মাহফিল, স্মরণালোচনা সভা, জেয়ারত, সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করা ইত্যাদি।

উলে­খ্য, বিখ্যাত কবিয়াল কালাম মিয়া ফারুকী চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার কালিয়াইশ গ্রামের মাস্টারহাট সংলগ্ন এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে ১৯৫৫ইং সালে জন্মগ্রহণ করেন। তিনি বাংলাদেশ, ভারত ও নেপালের বিভিন্ন স্থানে কিশোর বয়স থেকে প্রায় তিন হাজার আসরে কৃতিত্ব ও গৌরবের সাথে কবিগান পরিবেশন করেছিলেন। ২০১২ সালের ৫ অক্টোবর ৫৭ বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর