আজ ৫ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ২০শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

সংগৃহীত ছবি

বিএনপিকে ২৪ ডিসেম্বরের কর্মসূচি প্রত্যাহারের অনুরোধ জানালেন ওবায়দুল কাদের


আগামি ২৪ ডিসেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে (বিএনপি) তাদের ঘোষিত কর্মসূচি প্রত্যাহারের অনুরোধ জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আজ মঙ্গলবার (১৩ ডিসেম্বর) দলীয় সভাপতির ধানমণ্ডি কার্যালয়ে সাংবাদিকদের ওবায়দুল কাদের বলেন, ‘আওয়ামী লীগের জাতীয় কাউন্সিলের দিন হওয়ায় ২৪ ডিসেম্বর রাজধানীতে পূর্বঘোষিত প্রতিবাদ সমাবেশ না করার জন্য বিএনপিকে অনুরোধ জানাচ্ছি।’

এর আগে সরকারকে ক্ষমতাচ্যুত করার এবং তাদের ১০-দফা দাবি বাস্তবায়নের প্রচেষ্টার অংশ হিসেবে ১০ ডিসেম্বর সমস্ত বিভাগীয় ও মহানগরে গণমিছিল করার ঘোষণা দেয় বিএনপি। একইদিনে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের ২২তম জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা থাকায় এ অনুরোধ জানান তিনি।

২৮ অক্টোবর আওয়ামী লীগ দলের ২২তম জাতীয় কাউন্সিলের তফসিল ঘোষণা করে। এদিকে, সরকারকে ক্ষমতাচ্যুত করার এবং তাদের ১০-দফা দাবি বাস্তবায়নের প্রচেষ্টার অংশ হিসেবে ১০ ডিসেম্বর সমস্ত বিভাগীয় ও মহানগরে গণমিছিল করার ঘোষণা দেয় বিএনপি।

ওবায়দুল কাদের আরো বলেন, ‘ঢাকায় বিএনপির ১০ ডিসেম্বরের কর্মসূচি ব্যর্থ হয়েছে। দলটি সমাবেশের নামে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চেয়েছিল।’

তথ্যসূত্র: বাসস


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর