Hom Sliderবাংলাদেশ

দেশবাসীকে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানালেন ওবায়দুল কাদের


খ্রিস্টীয় নতুন বছরে দেশবাসীকে আওয়ামী লীগের পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়েছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এ সময় তিনি বলেন, নেতিবাচক রাজনীতি চর্চার অন্ধকার ও ষড়যন্ত্রের পথ ছেড়ে বিরোধী দল ইতিবাচক ধারায় ফিরবে বলে আশা করে আওয়ামী লীগ। তিনি আজ সকালে রাজধানীর সেতুভবনে মতবিনিময়কালে এ আশাবাদ জানান।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, স্বপ্নের পদ্মা সেতু চালুর পর আজ পর্যন্ত ৪০৩ কোটি টাকা টোল আদায় হয়েছে। যা দেশের অর্থনীতির জন্য একটা সুখবর। পরে সেতু ভবনে দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা বিনিময় ও চলমান উন্নয়ন প্রকল্পের অগ্রগতির পর্যালোচনা করেন। এরপর মন্ত্রী সড়ক বিভাগের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন এবং চলমান উন্নয়ন প্রকল্পের অগ্রগতি নিয়ে খোঁজখবর নেন।

তথ্যসূত্র: দেশ রূপান্তর


Related posts

সীতাকুণ্ড জেলেপাড়ায় অগ্নিকাণ্ডে পুড়ে গেছে প্রায় ১৩টি বসতঘর

Chatgarsangbad.net

নাজিরহাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জরিমানা

Saddam Hossain

হালদায় পুরোদমে ডিম ছেড়েছে কার্প জাতীয় মা মাছ, আহরণকারীদের মুখে হাসি

Chatgarsangbad.net

Leave a Comment