অনলাইন ডেস্কঃ চট্টগ্রামবাসীকে টানেল উপহার দেয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ও চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি নুরুল আবছার চৌধুরী।
শনিবার (২৮ অক্টোবর) চট্টগ্রাম দক্ষিণ জেলা আ. লীগ আয়োজিত আনোয়ারায় কেইপিজেড মাঠের জনসভায় বক্তৃতাকালে তিনি এ কথা বলেন।
এদিনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল উদ্বোধন শেষে জনসভাটিতে উপস্থিত হয়েছিলেন আ. লীগ সভাপতি শেখ হাসিনা।
এসময় নুরুল আবছার চৌধুরী বলেন, ১৯৭১ সালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে দীর্ঘ নয় মাস রক্তক্ষয়ী স্বাধীনতা সংগ্রামের মধ্য দিয়ে বাঙালি জাতি ১৬ ডিসেম্বর যে বিজয় অর্জনের আনন্দে উদ্বেলিত হয়েছিলো আজ জাতির জনকের সুযোগ্য কন্যা শেখ হাসিনা এই টানেল উপহার দিয়ে দক্ষিণ চট্টগ্রামসহ সারাদেশের মানুষকে একই রকম আনন্দে উদ্বেলিত করেছেন। এজন্য দক্ষিণ চট্টগ্রামবাসীসহ সমগ্র দেশবাসী তাকে কৃতজ্ঞতা জানাচ্ছে।
তিনি আরও বলেন, ১৯৭১ সালে আমেরিকা আমাদের স্বাধীনতা সংগ্রামের বিরোধীতা করেছিলো। আজকেও তারা আমাদের নির্বাচনের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেছে। এই ষড়যন্ত্রের বিরুদ্ধে এ দেশের ছাত্রসমাজ, যুবসমাজ, সমস্ত দেশবাসী ঐক্যবদ্ধ হয়ে দাঁত ভাঙ্গা জবাব দিয়ে আগামি নির্বাচনে নৌকা মার্কাকে বিজয়ী করে আবারও শেখ হাসিনা সরকারকে ক্ষমতায় আনার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করছে। পরিশেষে জনসভা সফল করার জন্য আখতারুজ্জামান চৌধুরী বাবুর স্মৃতিধন্য আনোয়ারা-কর্ণফুলী বাসী সহ উপস্থিত জনসাধারণকে কৃতজ্ঞতা জানাচ্ছি।
চট্টগ্রাম দক্ষিণ জেলা আ. লীগের সভাপতি মোতাহেরুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে এ জনসভায় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও জাতীয় সংসদের উপনেতা বেগম মতিয়া চৌধুরী, সভাপতিমণ্ডলীর সদস্য ও চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের এবং যুগ্ম সাধারণ সম্পাদক তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ, ভূমিমন্ত্রী এবং স্থানীয় সংসদ সদস্য সাইফুজ্জামান চৌধুরী জাবেদ, সেতু বিভাগের সচিব মো. মনজুর হোসেন, বাংলাদেশে চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন প্রমুখ।
Leave a Reply