চট্টগ্রামদক্ষিণ চট্টগ্রাম

সন্ত্রাস, মাদকের বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে : আনোয়ারুল আলম চৌধুরী


মো. ইকবাল হোসেন, সাতকানিয়া:

বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতকানিয়ার উপজেলার  দায়িত্বশীল সমাবেশে চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতে ইসলামীর আমীর আনোয়ারুল আলম চৌধুরী বলেন, সন্ত্রাস মাদকের বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে।ঘৃণ্য পরাজিত গোষ্ঠীর অপতৎপরতা বিষয় সকল সচেতন থাকতে হবে। শুক্রবার (৬ সেপ্টেম্বর) সকাল ৮ টায় উপজেলার এক হলরুমে ওয়ার্ড সভাপতিদের নিয়ে দায়িত্বশীলদের নিয়ে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। উক্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে আনোয়ারুল আলম চৌধুরী বলেন, আমাদেরকে সকল মানুষের কল্যানে কাজ করতে হবে। জনগণ ও সমাজের জন্য ক্ষতিকর সবকিছু দূর করতে হবে। সাধারণ জনগণকে সাথে নিয়ে সন্ত্রাস,মাদকের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে। তিনি আরও বলেন, সাতকানিয়ায় যারা সাধারণ মানুষের জানমালের নিরাপত্তার পরিবর্তে বিপদের কারণ হয়ে দাঁড়াবে তাদের বিষয়ে কঠিন সিদ্ধান্ত নিতে হবে। ওয়ার্ডের সকল পাড়ায় পাড়ায় সংগঠন মজবুত করতে হবে। ইলম, আমল বৃদ্ধির মাধ্যমে সংগঠনের কাংখিত মানের যোগ্যতা অর্জন করা আজ সময়ের দাবি। 

++-অনুষ্ঠানে সাতকানিয়া উপজেলা জামায়াতের সেক্রেটারী মুহাম্মদ তারেক হোসাইনের পরিচালনায় উদ্বোধনী বক্তব্য রাখেন সাতকানিয়া  উপজেলা জামায়াতের আমীর মাওলানা কামাল উদ্দিন। দায়িত্বশীল সমাবেশে দারসুল কোরআন পেশ করেন চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ও আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড.  সাবের আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কর্মপরিষদ সদস্য ও সাবেক ছাত্রনেতা মুহাম্মদ নুরুল হক, মাষ্টার আব্দুস সোবহান, রফিকুল ইসলাম  প্রমুখ।


Related posts

ইপিজেড থানা ও ৩৯ নং ওয়ার্ড মহিলা আওয়ামী লীগের ইফতার সামগ্রী বিতরণ ও দোয়া মাহফিল

Chatgarsangbad.net

কক্সবাজারের মহেশখালীতে মাদকদ্রব্য ধ্বংস করলো ম্যাজিস্ট্রেট

Chatgarsangbad.net

চন্দনাইশে রহমানিয়া আহমদিয়া এ এস সুন্নিয়া দাখিল মাদ্রাসায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

Chatgarsangbad.net

Leave a Comment