পটিয়া বালু উত্তোলনে ১লাখ টাকা জরিমানা


ফারুকুর রহমান বিনজু, পটিয়া:

চট্টগ্রামের পটিয়া উপজেলার হাইদগাও ইউনিয়নের শ্রীমাই খালের ব্রীজঘাট এলাকা হতে দিন দুপুরে প্রকাশ্য স্ক্যাবেটর দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করতে দেখা যায়। গোপন সূত্রে খবর পেয়ে গতকাল বুধবার ভ্রাম্যমান আদালতের ম্যাজিষ্ট্রেট সহকারী কমিশনার(ভূমি) প্লাবন কুমার বিশ্বাস অভিযান চালিয়ে এসএম রেজাকে এক লাখ টাকা জরিমানা করা হয়। সে পটিয়া পৌরসভার ৫নং ওয়াডের বাহুলী গ্রামের এসএম ইকবালের পূত্র।

এ সময়ে ঘটনাস্তলে উপস্থিত ছিলেন ভূমি অফিসের পেশকার সুদীপ্ত দাশ রানা,সন্জয় কান্তি সুশীল ও পটিয়া থানার এস আই রতন কুমার দাস সহ,একদল পুলিশ সদস্য। ম্যাজিষ্ট্রেট সহঃ কমিশনার (ভূমি) বলেন গোপন সূত্রে খবর পেয়ে দ্রূত অভিযান চালিয়ে উক্ত এলাকা হতে বালু উত্তোলনের সময় ষ্ক্যাবেটার সহ হাতে নাতে এস এম রেজাকে আটক করে বালু মহাল আইনে ২০১০এর ৪ ধারা লংঘনের দায়ে তাকে ১লাখ টাকা জরিমানা করা হয়।


Related posts

ডুমুরিয়া-রূদুরাকে আনোয়ারা সদর ইউনিয়নে অন্তর্ভুক্তির দাবি

Mohammad Mustafa Kamal Nejami

পদ্মা সেতু উদ্বোধনে কর্ণফুলী উপজেলা আওয়ামীলীগ আনন্দ শোভাযাত্রা

Chatgarsangbad.net

আনোয়ারায় যুবসেনা ও ছাত্রসেনা বটতলী ইউনিয়ন শাখার ইফতার মাহফিল অনুষ্ঠিত

Chatgarsangbad.net

Leave a Comment