Uncategorized

চন্দনাইশ উপজেলা ক্রীড়া চক্রের অভিষেক ও প্রীতি ম্যাচ অনুষ্ঠিত


মুহাম্মদ আরফাত হোসেনঃ চন্দনাইশ উপজেলা ক্রীড়া চক্রের নব গঠিত কার্যকরি পরিষদের অভিষেক উপলক্ষ্যে প্রীতি ফুটবল ম্যাচ গাছবাড়িয়া সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। ২৬ মে বিকালে প্রীতি ফুটবল ম্যাচে কিশোয়ান ফুটবল একাদশ, বান্দরবান জেলা ফুটবল একাদশকে ট্রাইব্রেকারে ২-১ গোলে পরাজিত করে। খেলা শেষে পুরস্কার বিতরণ ও অভিষেক অনুষ্ঠান সংগঠনের সভাপতি নুরুল আমজাদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম-১৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নজরুল ইসলাম চৌধুরী। উদ্বোধক ছিলেন উপজেলা চেয়ারম্যান আবদুল জব্বার চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন যথাক্রমে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা বেগম, অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন, বিজিএমই নেতা আবদুল মাবুদ চৌধুরী মাহবুব, উপজেলা ভাইস চেয়ারম্যান মাও. সোলাইমান ফারুকী, মহিলা ভাইস চেয়ারম্যান এড. কামেলা খানম, চেয়ারম্যান খোরশেদ বিন ইছহাক, হেলাল উদ্দীন চৌধুরী, রিহ্যাব চট্টগ্রামে চ্যাপ্টারের প্রেসিডেন্ট আবদুল কৈয়ুম চৌধুরী, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মারজাদুল ইসলাম চৌধুরী আরমান, মো. সরওয়ার আহসান প্রমুখ।


Related posts

সাতকানিয়ার কালিয়াইশ থেকে মোটর সাইকেল নিয়ে চোরের দল

Shahidul Islam

বেপরোয়া চাঁদের গাড়ি, রাঙ্গুনিয়ায় সড়কে ঝরলো ব্যবসায়ীর প্রাণ

Shahidul Islam

চন্দনাইশে ছাত্রলীগের উদ্যোগে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

Chatgarsangbad.net

Leave a Comment