আজ ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

চন্দনাইশে যুবলীগ নেতার বিরুদ্ধে অপ-প্রচার ও মিথ্যা সংবাদ পরিবেশন করায় সংবাদ সম্মেলন


বিশেষ প্রতিনিধিঃ চন্দনাইশ উপজেলার কাঞ্চনাবাদ ইউনিয়ন যুবলীগের সভাপতি মফিজুল আলমের বিরুদ্ধে অপ-প্রচার ও ফেসবুক চ্যানেলে মিথ্যা সংবাদ পরিবেশন করায় সংবাদ সম্মেলন করেছেন কাঞ্চনাবাদ ইউনিয়ন যুবলীগ ১৩ মে বিকালে স্থানীয় একটি হোটেলে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ইউনিয়ন যুবলীগের সভাপতি মফিজুল আলম। তিনি বলেন জামাত-বিএনপি-এলডিপি সমর্থিত কুচক্রি মহল তার সামাজিক, রাজনৈতিক কর্মকান্ডে ঈর্শ্বান্বিত হয়ে ২০২২ সালে আবদুর রহিমের দায়ের করা মারামারির মামলায় তিনি আসামী, সাক্ষী ও নয়। তিনি ইউনিয়ন যুবলীগের দায়িত্ব পালনের পাশাপাশি রওশন হাট বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি, মমতাজিয়া জামে মসজিদের সাধারণ সম্পাদক, রওশন হাট জামে মসজিদের ভারপ্রাপ্ত সভাপতি, মমতাজিয় এতিমখানার অর্থ সম্পাদকসহ বিভিন্ন প্রতিষ্টানে জড়িত রয়েছে। মহলটি তার সম্মান ক্ষুন্ন করতে সিএসটিবি-২৪ নমীয় একটি ফেসবুক চ্যানেলে তাকে জড়িয়ে মিথ্যা সংবাদ পরিবেশন করায় তিনি এ সংবাদ প্রত্যাহারের দাবী জানান। অন্যথায় তিনি আদালতের আশ্রয় নিবেন বলে জানান। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন, ইউনিয়ন আ’লীগ নেতা জহির আহমদ, আওয়ামী যুবলীগ নেতা যথাক্রমে মো. হোসেন, নজরুল ইসলাম, মো. নুরুল আলম, মো. সরওয়ার কামাল, মাহাবুব আলম মুরাদ মো. মহিউদ্দিন (রবিন), রওশনহাট শাহী জামে মসজিদের আব্দুল মোনাফ, মো. আরিফ হাসান, রওশনহাট বাজার সমিতির মো. সাইফুদ্দিন, মো. মহিউদ্দিন, মো. সুমন রানা, সাইফুদ্দিন, মো. জালাল আহমদ প্রমুখ।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর