চট্টগ্রাম

চন্দনাইশে বাজার মনিটরিংয়ে ৫ মামলায় ১০ হাজার ৫শ টাকা অর্থদণ্ড


মোঃ কামরুল ইসলাম মোস্তফা, চন্দনাইশঃ

চন্দনাইশে পবিত্র মাহে রমজান উপলক্ষে নিয়মিত বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে সোমবার (০৩ এপ্রিল) বিকাল সাড়ে ৩টা থেকে সাড়ে ৫টা পর্যন্ত উপজেলার চন্দনাইশ পৌরসভা, খানহাট ও রৌশনহাট এলাকায় বাজার মনিটরিং ও মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জিমরান মোহাম্মদ সায়েক। এসময় বিভিন্ন দোকানে পণ্যের দাম, মূল্য তালিকা ও পণ্যের মেয়াদ যাচাই করা হয়।

অভিযানে মেয়াদ উত্তীর্ণ পণ্য রাখায় কাশেম ষ্টোরকে পাঁচ হাজার টাকা, যথাযথভাবে খাদ্য সংরক্ষণ না করায় নোঙ্গর রেস্টুরেন্টকে তিন হাজার টাকাসহ পাঁচটি ব্যবসা প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর বিভিন্ন ধারায় মোট দশ হাজার পাঁচশ টাকা জরিমানা করা হয়।

মেয়াদোত্তীর্ণ পণ্যসমূহ জব্দ করে জনসম্মুখে বিনষ্ট করা হয়। দোকানিদের রমজান মাসে পণ্যমূল্য স্বাভাবিক রাখতে নির্দেশনা প্রদান করা হয়। জনস্বার্থে উপজেলা প্রশাসনের এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জিমরান মোহাম্মদ সায়েক। এ অভিযানে সহযোগিতায় ছিলেন পুলিশ উপপরিদর্শক গোবিন্দ কুমার শর্মার নেতৃত্বে চন্দনাইশ থানা পুলিশের একটি দল।


Related posts

চন্দনাইশে আ’লীগের জেলহত্যা দিবস পালন

Chatgarsangbad.net

কক্সবাজারের সমাবেশে নৌকায় ভোটের ওয়াদা নিলেন শেখ হাসিনা

Chatgarsangbad.net

চন্দনাইশে বরকল প্রবাসী ফোরামের অনুষ্ঠানমালা

Chatgarsangbad.net

Leave a Comment