চট্টগ্রামে শিক্ষাবিপ্লব ঘটান নুর আহমদ: চসিক মেয়র


অনলাইন ডেস্কঃ চট্টগ্রাম পৌর এলাকায় অবৈতনিক প্রাথমিক শিক্ষা বাধ্যতামূলক করার মাধ্যমে মিউনিসিপ্যালিটির সাবেক চেয়ারম্যান মরহুম মৌলভী নুর আহমদ চট্টগ্রামে শিক্ষাবিপ্লব ঘটান বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র বীর মুক্তিযোদ্ধা মো. রেজাউল করিম চৌধুরী।

রবিবার (২২ অক্টোবর) টাইগারপাসস্থ চসিক কার্যালয়ে মরহুম নুর আহমদের মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মেয়র এ কথা বলেন।

ছবি: চট্টগ্রাম মিউনিসিপ্যালটির সাবেক চেয়ারম্যান মরহুম মৌলভী নুর আহমদ এর কবরে পুষ্পস্তবক অর্পন করে চসিক মেয়রের শ্রদ্ধা

মেয়র বলেন, ‘মরহুম মৌলভী নুর আহমদ ১৯২১ সালে মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান নির্বাচিত হন এবং ১৯৫৪ সাল পর্যন্ত একটানা ৩৩ বছর দায়িত্ব পালন করেন। শিক্ষার আলোকে চট্টগ্রামে ছড়িয়ে দিতে ১৯২৭ সালে চট্টগ্রাম পৌর এলাকায় অবৈতনিক প্রাথমিক শিক্ষা বাধ্যতামূলক করেন। ১৯২৮ সালে মেয়েদের জন্য প্রাথমিক শিক্ষা বাধ্যতামূলক করে তিনি প্রতি এলাকায় প্রাথমিক বিদ্যালয় স্থাপনের এক পরিকল্পনা গ্রহণ করেন। পৌরসভা পরিচালিত অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকদের দায়িত্বপালন ও পাঠদান নিশ্চিত করার জন্য পৌরসভায় স্কুল পরিদর্শক নিয়োগ করেন তিনি। তার প্রচেষ্টায় অবিভক্ত বাংলায় চট্টগ্রাম পৌর এলাকা শিক্ষার হারে সর্বোচ্চ স্থান লাভ করে, চট্টগ্রামে ঘটে শিক্ষাবিপ্লব।’

সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সমাজকল্যাণ স্থায়ী কমিটির সভাপতি কাউন্সিলর আবদুস সালাম মাসুম, কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লব, গোলাম মোহাম্মদ চৌধুরী, আবুল হাসনাত মো. বেলাল, প্রধান রাজস্ব কর্মকর্তা নজরুল ইসলাম, প্রধান শিক্ষা কর্মকর্তা লুৎফুন নাহার, ভারপ্রাপ্ত প্রধান স্বাস্থ্য কর্মকর্তা মো. ইমাম হোসেন রানা, উপ-সচিব আশেক রসুল টিপু প্রমুখ।


Related posts

রাউজানে র‍্যাবের অভিযান: উদ্ধার বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ

Mohammad Mustafa Kamal Nejami

প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষ্যে শাহ ওয়ালীউল্লাহ’তে রচনা প্রতিযোগীতা ২৩ সেপ্টেম্বর

Chatgarsangbad.net

গরমকালে যেসব কারণে পর্যাপ্ত পানি পান করা অত্যন্ত জরুরী

Chatgarsangbad.net

Leave a Comment