Hom Sliderবাংলাদেশ

এনআইডি সেবা বন্ধ হচ্ছে আজ


অনলাইন ডেস্কঃ সার্ভার কক্ষ স্থানান্তরের জন্য আজ বৃহস্পতিবার বিকাল থেকে টানা ৬৪ ঘণ্টার জন্য বন্ধ হচ্ছে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সেবা। রবিবার ২৯ অক্টোবর সকাল থেকে ফের স্বাভাবিক হতে পারে জরুরি এই সেবা।

বুধবার (২৫ অক্টোবর) নির্বাচন কমিশন থেকে এ তথ্য জানানো হয়। ইসি জানায়, বৃহস্পতিবার বিকাল ৫টা থেকে ২৮ অক্টোবর রাত পর্যন্ত টানা ৬৪ ঘণ্টা এনআইডি সেবা বন্ধ থাকবে। এসময়ে সার্ভার, নেটওয়ার্কিং ডিভাইস, স্টোরেজসহ সব ইকুইপমেন্ট মূলকক্ষে স্থানান্তর করা হবে। মূলত এসব কারণেই সার্ভার/নেটওয়ার্ক সংক্রান্ত সব সার্ভিস বন্ধ থাকবে।

সার্ভার কক্ষ স্থানান্তর হওয়ার পরে ২৯ অক্টোবর (রবিবার) সকাল ৯টায় যথারীতি সার্ভিসগুলো চালু থাকবে।

নির্বাচন কমিশনের সিস্টেম অ্যানালিস্ট মামুনুর হোসেন জানান, সার্ভার কক্ষ স্থানান্তরের কাজ চলাকালীন এনআইডি সেবা বন্ধ থাকবে। সার্ভার কক্ষ স্থানান্তরসহ সংশ্লিষ্ট কাজে ৬৪ ঘণ্টা সময় লাগবে।

তথ্যসূত্র; সিভয়েস২৪


Related posts

পিডিবি’র অভিযানে কর্ণফুলীতে ১০ লাখ টাকা অর্থদণ্ড

Chatgarsangbad.net

চট্টগ্রাম ১৪ আসনের মনোনয়ন জমা দিলেন আবদুল কৈয়ুম চৌধুরী

Chatgarsangbad.net

মহাসড়কে নেই ডিভাইডার, হাটহাজারীতে ঝরেছে শিশুসহ ৭ জনের প্রাণ

Chatgarsangbad.net

Leave a Comment