আজ ১৯শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ৪ঠা অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

সদ্য পদায়ন করা ডিসিদের নতুন কর্মস্থলে না যাওয়ার নির্দেশ


অনলাইন ডেস্ক

সদ্য পদায়নকৃত জেলা প্রশাসকদের পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত কর্মস্থলের উদ্দেশ্যে যাত্রা না করে ঢাকায় অবস্থান করার নির্দেশনা দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। একই সঙ্গে আজ বুধবার প্রধান উপদেষ্টার কার্যালয়ে ডিসিদের জন্য অনুষ্ঠিতব্য ব্রিফিং অনিবার্য কারণে স্থগিত করা হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে এ তথ্য জানা গেছে।

উল্লেখ্য, গত সোমবার এক প্রজ্ঞাপনে ২৫ জেলা এবং গতকাল মঙ্গলবার পৃথক প্রজ্ঞাপনে ৩৪টি জেলায় নতুন ডিসি নিয়োগ দেয় সরকার। কিন্তু পদায়নকৃত এসব কর্মকর্তার অনেকের বিরুদ্ধেই বিগত সরকারের সময়ের সুবিধাভোগী এবং আওয়ামী লীগ পরিবারের সংশ্লিষ্টতার অভিযোগ উঠে। এ নিয়ে মঙ্গলবার সচিবালয়ে বঞ্চিত কর্মকর্তারা ব্যাপক বিক্ষোভ করেন। এর প্রেক্ষিতে আটকে গেল তাদের যোগদান।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর