মুমিনুলের জোড়া আঘাতে ৩১৭ রানে শেষ নিউজিল্যান্ড


স্পোর্টস ডেস্ক

নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টর তৃতীয় দিন মাঠে নেমেছে বাংলাদেশ। তবে সকালটা কিউইরা নিজেদের করে নিলেও মুমিনুল হকের এক ওভারের জোড়া আঘাতে শেষ হয় তাদের ইনিংস। ইনিংসে থিতু হয়ে যাওয়া দুই ব্যাটার কাইল জেমিসন ও টিম সাউদিকে ১০২তম ওভারে ফেরান মুমিনুল। ৭০ বলে একটি চারে ২৩ রান করা জেমিসন এলবি হন। আর ৬২ বলে ৩টি চারে ৩৫ রানে থাকা সাউদিকে বোল্ড করেন পার্টটাইম বাঁহাতি স্পিনার মুমিনুল। এই জুটি ১১০ বলে ৫২ রান করে দলকে উদ্ধার করেন। দ্বিতীয় ইনিংসে ৭ রানের লিড পেয়েছে নিউজিল্যান্ড।

এর আগে বাংলাদেশ বোলারদের হতাশ করে প্রথম ইনিংসে ব্যাট করা নিউজিল্যান্ড ৯৮তম ওভারে লিড নেয়। গতকাল দ্বিতীয় দিন শেষে ৮ উইকেট হারিয়ে ২৬৬ রানে মাঠ ছেড়েছিল নিউজিল্যান্ড। কেন উইলিয়ামসন সেঞ্চুরি করলেও দিন শেষে বাংলাদেশ সুবিধাজনক অবস্থা থেকে শেষ করে। কাইল জেমিসন ৭ ও সাউদি ১ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন।

বাংলাদেশ স্পিনার তাইজুল ইসলাম ৪টি উইকেট পেয়েছিলেন। তবে মাত্র ৪ রানে ৩টি উইকেট নেন মুমিনুল।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে গত মঙ্গলবার টেস্টের প্রথম দিনে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন টাইগারদের ১৩তম অধিনায়ক হওয়া নাজমুল হোসেন শান্ত। যেখানে মাহমুদুল হাসান জয়ের (৮৬) ব্যাটে ভর করে প্রথম ইনিংসে বাংলাদেশ ৩১০ রানে অলআউট হয়।


Related posts

“রিহ্যাব চট্টগ্রাম ফেয়ার ২০২৪” আয়োজন উপলক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

Chatgarsangbad.net

আসলাম চৌধুরীকে মনোনয়ন না দেওয়ার প্রতিবাদে সড়ক অবরোধ

Mohammad Mustafa Kamal Nejami

বিমান দুর্ঘটনা: সন্তানের খোঁজে এক মায়ের আর্তনাদ

Mohammad Mustafa Kamal Nejami

Leave a Comment