Hom Sliderবাংলাদেশ

বীমা কোম্পানির অফিসের নতুন সূচি


সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের নতুন সময়সূচি নির্ধারণের পরিপ্রেক্ষিতে বীমা কোম্পানির জন্য অফিসের নতুন সময়সূচি নির্ধারণ করেছে নিয়ন্ত্রক সংস্থা বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)। আগামীকাল মঙ্গলবার (১৫ নভেম্বর) থেকে নতুন সময়সূচিতে বীমা কোম্পানির অফিস চলবে।

গতকাল রবিবার এ বিষয়ে আইডিআরএ থেকে একটি নির্দেশনা জারি করা হয়েছে।

এতে বলা হয়েছে, সরকারি সিদ্ধান্ত ও ব্যাংক সময়ের সঙ্গে সংগতি রেখে আইডিআরএ এবং সব বীমা কোম্পানির অফিস সময়সূচি পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সকাল ১০টা থেকে ৫টা পর্যন্ত নির্ধারণ করা হলো। আর সাপ্তাহিক ছুটি থাকবে শুক্র ও শনিবার।

এদিকে ৩১ অক্টোবর প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে ১৫ নভেম্বর থেকে সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের নতুন সময়সূচি নির্ধারণ করা হয়।


Related posts

তিন মাস ধরে তালাবদ্ধ গ্যারেজে পড়ে আছে দোহাজারী হাসপাতালের এ্যাম্বুলেন্স, ভোগান্তিতে মুমূর্ষু রোগীরা

Chatgarsangbad.net

একদিনের ব্যবধানে লোহাগাড়ায় ফের বাস-মাইক্রোবাস সংঘর্ষ, নিহত ১০

Chatgarsangbad.net

আজ বই উৎসব

Chatgarsangbad.net

Leave a Comment