অনলাইন ডেস্কঃ পবিত্র রমজান মাসে অফিস সকাল ৯টা থেকে বিকাল সাড়ে ৩টা পর্যন্ত চলবে। এক্ষেত্রে সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান তাদের নিজস্ব আইন ও পদ্ধতি অনুযায়ী অফিসসূচি পুনর্বিন্যাস করবে।
বুধবার (২৮ ফেব্রুয়ারি) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে তার কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়। বৈঠক শেষে বিকালে সচিবালয়ে ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন এ তথ্য জানিয়েছেন।
আরও পড়ুন জবাবদিহিতা নিশ্চিত করতে সরকারি কর্মকর্তাদের আহ্বান প্রধানমন্ত্রীর
তিনি বলেন, রমজানে সরকারিভাবে বড় ইফতার মাহফিল না করা এবং বেসরকারি পর্যায়ে নিরুৎসাহিত করেছেন প্রধানমন্ত্রী। পাশাপাশি রমজানে ইফতার অপচয় বা লোক দেখানো কোনো কার্যক্রম না করার জন্য নির্দেশনা দেন তিনি।
তথ্যসুত্র: বণিক বার্তা
Leave a Reply