আজ ১০ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৩শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

চন্দনাইশে মনছফ আলী-জাহানারা বেগম বালিকা বিদ্যালয়ে পুরস্কার বিতরণী সভায় নজরুল ইসলাম এমপি


মুহাম্মদ আরফাত হোসেনঃ চট্টগ্রাম-১৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নজরুল ইসলাম চৌধুরী বলেছেন, বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাত্রী ও শিক্ষা বান্ধব। তিনি শিক্ষার্থীদের আধুনিক শিক্ষায় শিক্ষিত করতে প্রতিটি বিদ্যালয়ে শেখ রাসেল কম্পিউটার ল্যাব, মাল্টিমিডিয়া ক্লাস রুম, প্রজেক্টরের মাধ্যমে ক্লাস নেয়ার ব্যবস্থাসহ অনেক পদক্ষেপ গ্রহণ করেছেন। আগামী ২০৪১ সালে স্মার্ট বাংলাদেশ গঠন করতে বর্তমান প্রজন্মকে কম্পিউটারাইজ ক্লাশ দিয়ে আধুনিকভাবে গড়ে তোলার সকল পদক্ষেপ নিয়েছেন। ছেলেদের পাশা-পাশি মেয়েরাও দেশের সকল ক্ষেত্রে সম অবদান রাখার কারণে মধ্যম আয়ের দেশে পরিনত হয়েছি, দেশ এগিয়ে যাচ্ছে। ক্ষুদা, দারিদ্র ও অসম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণে সবাইকে তৈরী হওয়ার আহবান জানান।

১৯ মার্চ বিকালে উপজেলার মনছফ আলী-জাহানারা বেগম বালিকা বিদ্যালয়ে বার্ষিক পুরস্কার বিতরণী সভা ও শহীদ মিনারের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠান বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি জসিম উদ্দিন চৌধুরী মন্টুর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম-১৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নজরুল ইসলাম চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন যথাক্রমে উপজেলা চেয়ারম্যান আবদুল জব্বার চৌধুরী, থানা অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন, স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখর দাশ। আলোচনায় অংশ নেন, অধ্যাপক একরাম হোসেন, অবসর প্রাপ্ত শিক্ষক ফাতেমা তুজ জোহরা, নুরুল হাকিম কোম্পানী প্রমুখ। উল্লেখ্য যে, এর পূর্বে তিনি স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের অধীনে প্রায় কোটি টাকা ব্যয়ে নির্মিত ৩ টি প্রকল্প যথাক্রমে বরকল ইউনিয়নে উপজেলা হেডকোয়াটার (হসপিটাল) চ‚ড়ামনি সড়ক, আলহাজ্ব মমতাজ অলি- সাত্তার হাট সড়ক, বরকল ইউপি- মহাজনঘাটা ভায়া সূচিয়া উচ্চ বিদ্যালয় সড়ক, ক‚লালডেঙ্গা (আরএইচডি)-সাতঘাটিয়া পুকুরপাড় (আরএইচডি) সড়ক, বরকল শীতলা বাড়ি সড়কের উদ্বোধন করেন। এ সময় তার সাথে উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী মু. জুনাইদ আবছার চৌধুরী, চেয়ারম্যান আবদুর রহিম চৌধুরী এবং আ’লীগের নেতৃবৃন্দ।

 


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর