উন্নয়নের ধারা অব্যাহত রাখতে পুনরায় নৌকায় ভোট দিন- নজরুল ইসলাম চৌধুরী এমপি


মুহাম্মদ আরফাত হোসেন: চট্টগ্রাম- ১৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নজরুল ইসলাম চৌধুরী বলেছেন, বর্তমান সরকার মেয়াদ শেষ হওয়ার পূর্ব মুহুর্ত পর্যন্ত উন্নয়ন কাজ করে যাবেন। তার ধারাবাহিকতায় চন্দনাইশ জাফরাবাদ উচ্চ বিদ্যালয়ে ৪ তলা বিশিষ্ট ভবন ও ৭১ লক্ষ টাকা ব্যয়ে ভগবান চৌধুরী হাট-খোদারহাট সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করা হয়। উন্নয়নের এ ধারাবাহিকতা অব্যাহত রাখতে পুনরায় জননেত্রী শেখ হাসিনাকে নৌকা প্রতীকে ভোট দিয়ে সরকার গঠনে সহযোগিতা করার আহবান জানান। অন্যথায় দেশের যে উন্নয়ন তা ব্যাহত হবে। মানুষ উন্নয়ন বঞ্চিত হওয়ার পাশাপাশি দেশের অগ্রযাত্রা বিঘিত হবে। ১৩ অক্টোবর সকালে উপজেলার জাফরাবাদ উচ্চ বিদ্যালয়ের ৪ তলা বিশিষ্ট একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্থর স্থাপন, ৭১ লক্ষ টাকা ব্যয়ে ভগবান চৌধুরী হাট-খোদারহাট সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করেন। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী জুনাইদ আবছার চৌধুরী, চেয়ারম্যান এসএম সায়েম, আ’লীগ নেতা যথাক্রমে কবির আহমদ, আবুল হোসেন, আহমদ কবির, মাও. আবুল কাশেম নুরী, মেম্বার নওশা মিয়া, প্রধান শিক্ষক আবদুর রহিম, চন্দনাইশ প্রেসক্লাবের সভাপতি এড. মো. দেলোয়ার হোসেন, সাধারণ সম্পাদক মুহাম্মদ এরশাদ, যুবলীগ নেতা নাজিম উদ্দীন ভুইয়া, ছাত্রলীগ নেতা মো. মামুন প্রমুখ।


Related posts

চকরিয়ায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

Mohammad Mustafa Kamal Nejami

আনোয়ারায় ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগের দাবিতে স্মারকলিপি

Chatgarsangbad.net

বোয়ালখালী উপজেলা নির্বাচনে প্রতীক পেলেন যারা

Chatgarsangbad.net

Leave a Comment