মুহাম্মদ আরফাত হোসেন: চট্টগ্রাম- ১৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নজরুল ইসলাম চৌধুরী বলেছেন, যুবলীগ আ’লীগের অঙ্গসংগঠন হিসেবে রাজনৈতিকভাবে সবসময় ভূমিকা রেখেছে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে যুবলীগ সুসংগঠিত হয়ে সরকার গঠনে সহায়ক ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। নবগঠিত দক্ষিণ জেলা যুবলীগের নেতৃবৃন্দ তৃণমূল পর্যায়ে নেতাকর্মীদের মূল্যায়ন করে সম্মেলনের মাধ্যমে নেতৃত্ব সৃষ্টি একটি গণতান্ত্রিক প্রক্রিয়া। আ’লীগ গণতান্ত্রিক প্রক্রিয়া বিশ্বাস করে বিধায় যুবলীগ একই পদ্ধতিতে সম্মেলনের মধ্যদিয়ে নতুন নেতৃত্ব তৈরী করে স্মাট বাংলাদেশ গড়ার লক্ষ্যে স্মাট কর্মী সৃষ্টি করবে। যারা নেতৃত্বে আসবে তাদেরকে বঙ্গবন্ধুর আদর্শকে অনুসরণ করে রাজনৈতিক কর্মকান্ড পরিচালনা করার আহবান জানান। ২ জুন (শুক্রবার) বিকেলে চন্দনাইশ উপজেলার ধোপাছড়ি ইউনিয়ন আওয়ামী যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলন ধোপাছড়ি শীলঘাটা উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা যুবলীগের আহবায়ক তৌহিদুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম- ১৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নজরুল ইসলাম চৌধুরী। উদ্বোধক ছিলেন দক্ষিণ জেলা যুবলীগের সভাপতি দিদারুল ইসলাম চৌধুরী, বিশেষ অতিথি ছিলেন উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক আবু আহমদ জুনু, কেন্দ্রীয় যুবলীগ নেতা মীর মোহাম্মদ মহিউদ্দীন, প্রধান বক্তা ছিলেন দক্ষিণ জেলা যুবলীগের সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম। যুগ্ম আহবায়ক এসএম মুছা তছলিমের সঞ্চালনায় আলোচনায় অংশ নেন দক্ষিণ জেলা যুবলীগের সহ-সভাপতি ড. নাসির উদ্দীন, সাংগঠনিক সম্পাদক মুরিদুল আলম মুরাদ, বেলাল হোসেন মিঠু, আবিদ হোসেন, নুরুল আমিন, জেলা যুবলীগের আমিনুল ইসলাম চৌধূরী কায়সার, ইউপি চেয়ারম্যান আবদুল আলীম, আ’লীগ নেতা ডা. দুলাল কান্তি দেবনাথ প্রমুখ।
Leave a Reply