আজ ২রা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

ছবি: দোহাজারী পৌরসভায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা

দোহাজারীতে জাতীয় শোক দিবস পালিত


মো. কামরুল ইসলাম মোস্তফা, চন্দনাইশঃ চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভায় পৌর পরিষদের উদ্যোগে নানা কর্মসূচীর মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় বাংলাদেশের স্বাধীনতার স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৮তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোকদিবস পালিত হয়েছে।

মঙ্গলবার (১৫ আগস্ট) পৌরসভা কার্যালয় চত্বরে জাতীয় পতাকা অর্ধনমিতকরণের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে জাতীয় শোক দিবস পালন শুরু হয়। দিবসটি উপলক্ষে পবিত্র কুরআন খতম, শহীদদের স্মৃতিতে স্মরণ সভা, আলোচনা ও দোয়া মাহফিলের মাধ্যমে দিনটি যথাযথভাবে পালন করা হয়।

পৌর মেয়র আলহাজ্ব মোহাম্মদ লোকমান হাকিমের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন চন্দনাইশ উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা জাফর আলী হিরু।

পৌর নির্বাহী কর্মকর্তা মো. শামসুদ্দিনের সঞ্চালনায় বক্তব্য রাখেন, দোহাজারী পৌরসভা আওয়ামী লীগ সহ-সভাপতি ও পৌর কাউন্সিলর মোহা. শাহ্ আলম, দোহাজারী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ উপপরিদর্শক মো. বিল্লাল হোসেন, পৌর কাউন্সিলর মোহাম্মদ ইদ্রিস, মোহাং নাজিম উদ্দীন, উপজেলা কৃষকলীগ সাধারণ সম্পাদক নবাব আলী। এসময় উপস্থিত ছিলেন পৌর কাউন্সিলর মোহাম্মদ জাহাঙ্গীর আলম, মো. মহিউদ্দিন, চিত্ত রঞ্জন বিশ্বাস, পহর উদ্দিন, আব্দুল আজিজ মাসুম, মহিলা কাউন্সিলর মমতাজ বেগম, মোছাম্মৎ আয়েশা আক্তার, দোহাজারী জামিজুরী আ. রহমান উচ্চ বিদ্যালয়ের অভিভাবক সদস্য নুর মোহাম্মদ হোসেন, পৌরসভার সহকারী প্রকৌশলী মো. নাঈম উদ্দিন, উপ-সহকারী প্রকৌশলী তিলকানন্দ চাকমা, তন্ময় চাকমা, হিসাব রক্ষক জাহাঙ্গীর আলম, কর আদায়কারী মিজানুর রহমান, লাইসেন্স পরিদর্শক বিধান বড়ুয়া প্রমূখ।

সভায় বঙ্গবন্ধুসহ ১৫আগস্ট নিহত শহীদদের রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন মাওলানা আব্দুল আহাদ জোহাদী।

পরে দোহাজারী পৌরসভা কার্যালয়ের সামনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে দোহাজারী পৌরসভার পক্ষে পৌর মেয়র আলহাজ্ব মোহাম্মদ লোকমান হাকিমের নেতৃত্বে ওয়ার্ড কাউন্সিলরগণ এবং পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।

আলোচনা সভায় বক্তারা স্বাধীন সার্বভৌম বাংলাদেশ প্রতিষ্ঠার প্রতিটি পর্বে স্বাধীনতার মহানায়ক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তাঁর পরিবারের মহান আত্মত্যাগকে কৃতজ্ঞ চিত্তে স্মরণ করেন। একই সাথে বক্তাগণ ১৯৭৫ সালের ১৫ আগষ্টের ঘৃণ্য, বর্বর ও কাপুরুষোচিত হত্যাকান্ডের তীব্র নিন্দা জানান।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর