আজ ৩০শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ, ১৪ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

ছবি: বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জ্ঞাপন করছেন আইআইইউসি’র শিক্ষক বৃন্দ

আইআইইউসি’তে যথাযথ মর্যাদায় জাতীয় শোক দিবস পালিত


চাটগাঁর সংবাদ ডেস্কঃ আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামে (আইআইইউসি) যথাযথ মর্যাদায় জাতীয় শোক দিবস পালিত হয়েছে। মঙ্গলবার (১৫ আগস্ট) সকালে আইআইইউসি সেন্ট্রাল লাইব্রেরি প্রাঙ্গণ থেকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মকর্তা ও শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি শোক র‌্যালী পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করে। এরপর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয় এবং জাতীয় পতাকা অর্ধনমিতকরন ও কালো পতাকা উত্তোলন করা হয়। এসময় সকলে কালো ব্যাজ ধারণ করেছেন। এরপর কেন্দ্রীয় মিলনায়তনে জাতীয় শোক দিবসের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন আইআইইউসি’র উপাচার্য প্রফেসর আনোয়ারুল আজিম আরিফ।

তিনি বলেন, ‘হাজার বছরের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে নির্মম হত্যাকাণ্ড বাঙালি জাতির ইতিহাসের সবচেয়ে বড় কলঙ্ক। যে বঙ্গবন্ধুর জন্ম না হলে বাংলাদেশ নামক রাষ্ট্রের সৃষ্টি হতো না, সেই বঙ্গবন্ধুকেই স্বাধীনতার চতুর্থতম বছরে ১০ বছরের শিশু সন্তান সহ সপরিবারে নির্মম হত্যাকাণ্ডের স্বীকার হতে হয়েছে তারই স্বজাতির দ্বারা, মানবতার ইতিহাসে এরচাইতে ঘৃণ্যতম আর কিছুই হতে পারে না।’

আনোয়ারুল আজিম আরিফ আরো বলেন, ‘জাতির জনক বঙ্গবন্ধুকে বাঙালি জাতির চিহ্নিত শত্রুরা সপরিবারে হত্যার মাধ্যমে বাংলাদেশের ইতিহাস থেকে চিরতরে মুছে দিতে চেয়েছিল। তারই সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এখন সমগ্র বিশ্বের কাছে রোল মডেল। যা ছিলো বাংলার অবিসংবাদিত নেতা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা গড়ার স্বপ্ন। আমি ১৯৭৫ এর ১৫ আগস্ট নির্মম হত্যাকাণ্ডের শিকার সকল শহীদের প্রতি জানাই বিনম্র শ্রদ্ধা ও তাঁদের আত্মার মাগফেরাত কামনা করছি।’ বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. মোহাম্মদ হুমায়ুন কবিরের সভাপতিত্বে ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগের চেয়ারম্যান মোহাম্মদ ছরওয়ার আলমের সঞ্চালনায় আলোচনা সভার বিশেষ অতিথি ছিলেন আইআইইউসি বোর্ড অব ট্রাস্টিজের সদস্য ও মিডিয়া, প্রেস, পাবলিকেশন এন্ড এডভারটাইজম্যান্ট কমিটির চেয়ারম্যান মোহাম্মদ খালেদ মাহমুদ, বোর্ড অব ট্রাস্টিজের সদস্য প্রফেসর ড. মোহাম্মদ সালেহ জহুর, ড. মোহাম্মদ শামসুজ্জামান। আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন আইআইইউসি’র রেজিস্ট্রার এএফএম আখতারুজ্জামান কায়সার। এসময় উপস্থিত ছিলেন শরীয়াহ অনুষদের ডীন প্রফেসর ড. মোহাম্মদ মোস্তফা কামিল, ইটিই বিভাগের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার সৈয়দ জাহিদুর রশিদ, পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. গিয়াস উদ্দিন হাফিজ, আইকিউএসি’র ডিরেক্টর প্রফেসর ড. মোহাম্মদ দেলোয়ার হোসেন, বিজ্ঞান অনুষদের ডীন প্রফেসর ড. শামীমুল হক চৌধুরী, প্রক্টর মো. ইফতেখার উদ্দিন, টিএমডির চেয়ারম্যান প্রফেসর ড. মাহি উদ্দিনসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ। আলোচনা সভা শেষে দোয়া মাহফিলে দোয়া পরিচালনা করেন আরবী ভাষা ও সাহিত্য বিভাগের চেয়ারম্যান ড. মো. মাহমুদুল হাসান।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর