পতেঙ্গা ঘাটে মহাবারুণী ও গঙ্গাস্নান সম্পন্ন উত্তর পতেঙ্গা কাটগড় জেলে পাড়া সনাতনী সম্প্রদায়ের ৭৫ বছরের ধর্মীয় ঐতিহ্য মহাবারুণী ও গঙ্গাস্নান গত ১৮ ও ১৯ মার্চ দুই দিন ব্যাপী নানান ধর্মীয় আয়োজনের মধ্যে দিয়ে অনুষ্ঠিত হয়েছে। পতেঙ্গা মহাবারুণী ও গঙ্গাস্নান ঘাট কমিটির উদ্যোগে সিডিএ আউটার রিং রোড সংলগ্ন সমুদ্রতীরে মহাবারুণী ও গঙ্গাস্নান উপলক্ষে গীতা পাঠ ও ধর্মীয় আলোচনা সভা শেষে মহা প্রসাদ বিতরণ করা হয়। রমনা কালি মন্দিরের উপদেষ্টা মিলন শর্মা সভাপতিত্বে এবং পতেঙ্গা মহাবারুণী ও গঙ্গাস্নান ঘাট কমিটির সভাপতি সোনা বাবু জলদাশের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক মেয়র ও চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ.জ.ম নাছির উদ্দিন।
উদ্বোধক ছিলেন,পতেঙ্গা মহাবারুণী ও গঙ্গাস্নান ঘাট কমিটির প্রধান উপদেষ্টা আয়ান শর্মা। প্রধান বক্তা ছিলেন পঞ্চমাতা বিগ্রহ মন্দিরের অধ্যক্ষ শ্রীমৎ প্রেমময়ানন্দ ব্রহ্মচারী। বিশেষ অতিথি ছিলেন, টিটু তালুকদার ও হাসান আকবরী,হাজী নাছির আহমদ,সাংবাদিক এস কে সাগর, মোহাম্মদ নেজাম,মোস্তফা কামাল।
এসময় আরো উপস্থিত ছিলেন, পতেঙ্গা সর্বজনীন মহাবারুণী—গঙ্গাস্নানঘাট কমিটির সাধারণ সম্পাদক শ্যামল জলদাশ, সহ-সভাপতি পান্না জলদাশ, যুগ্ম সম্পাদক কাঞ্চন জলদাশ, অর্থ সম্পাদক পরিমল জলদাশ, প্রচার সম্পাদক কিরণ জলদাশ এবং সদস্য শান্তি মোহন জলদাশ, কাননবাঁশী জলদাশ, বাদশা দাশ জয়, পান্না জলদাশ, সুব্রত জলদাশ, সঞ্জিত জলদাশ, সুভাষ জলদাশ,রুবেল জলদাশ, প্রকাশ জলদাশ, মাদল জলদাশ ও বাপ্পি জলদাশ,অরণ্য জলদাশ,জিদান জলদাশ, বিবেক জলদাশ, অনুরাগ জলদাশ,সম্রাট জলদাশ প্রমুখ।
Leave a Reply