‘নজরুলের সাম্যবাদ চেতনা, বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার ভিত্তি’


অনলাইন ডেস্কঃ নজরুল সাম্য প্রতিষ্ঠিত করার এক নতুন সমাজ বিনির্মানের স্বপ্ন দেখিয়েছিলেন উল্লেখ করে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর ড. মোহিতুল আলম বলেছেন, নজরুলের সাম্যবাদ চেতনা ছিলো জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলাদেশের ভিত্তি। নজরুলের যে সাম্যবাদ চিন্তা, তা বর্তমানে সারা বিশ্বের জন্যই জরুরি হয়ে পড়েছে।

সোমবার (১২ জানুয়ারি) বিকালে চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) আয়োজিত সিআরবির অমর একুশে বইমেলা মঞ্চের নজরুল উৎসবের আলোচনায় প্রধান অতিথির বক্তৃতাকালে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, কাজী নজরুল ইসলাম মানুষের মানবিকতাকে, চেতনাবোধকে জাগ্রত করেছেন এবং দেশপ্রেমে উদ্বুদ্ধ করেছেন। মানুষ হিসেবে মানুষের মর্যাদাকে দেখেছেন, ধর্মের দিককে আগে তুলে ধরেননি। বাঁচার অধিকারের দিকটিকে ধর্মের সুন্দর জায়গার দিক থেকে দেখেছেন। এভাবে নজরুল আমাদের সামনে সাম্যবাদের চেতনা নিয়ে এসেছেন।

আরও পড়ুন বঙ্গবন্ধুই কবিগুরুর সেই মহামানব: বইমেলার রবীন্দ্র উৎসবে ড. অনুপম

সৃজনশীল প্রকাশনা পরিষদ ও নাগরিক সমাজের সহযোগিতায় অনষ্ঠিত এবারের বই মেলায় নজরুল উৎসবে সভাপতিত্ব করেছেন বাংলা একাডেমি পুরস্কার প্রাপ্ত কবি ও সাংবাদিক বিশ্বজিৎ চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি সালাহউদ্দিন মো. রেজা ও চসিক কাউন্সিলর মো. কাজী নুরুল আমিন।

সাম্য, সম্প্রীতির কবি নজরুল, তার হৃদয়মাধুর্য দিয়ে সব শ্রেণিবৈষম্য দূর করতে চেয়েছিলেন বলেও উল্লেখ করেন ড. মোহিতুল আলম। এই চেতনা তরুণদের মধ্যে লালন করা এবং সারা বিশ্বে ছড়িয়ে দেওয়ার
আহ্বান জানান তিনি।

সাবেক এই উপাচার্য্য আরও বলেন, নজরুলের বিদ্রোহী কবিতাটিও বাংলা কবিতার প্রচলিত ধারাকে বদলে দিয়েছে এবং রবীন্দ্রনাথের কবিতার আবহের বাইরে অনেকেই বেরিয়ে আসতে চেয়েছিলেন কিন্তু  সফলকাম হননি, নজরুল তা হয়েছিলেন।

আলোচনা সভা শেষে দলীয় সঙ্গীত ও নৃত্য পরিবেশন করেন নজরুল কালচারাল একাডেমি, নৃত্য নিকেতন, নজরুল সঙ্গীত শিল্পী মানু মজুমদার, মিতা দাশ, রচিতা চৌধুরী ও তাপস বড়ুয়া।


Related posts

ইতালিকে হারিয়ে বিশ্বকাপের পরের রাউন্ডে আর্জেন্টিনা

Mohammad Mustafa Kamal Nejami

আইনগত সহায়তা করুণা নয় অধিকার

Chatgarsangbad.net

ফটিকছড়িতে বিদেশী পিস্তল উদ্ধার

Mohammad Mustafa Kamal Nejami

Leave a Comment