চট্টগ্রাম

পটিয়ায় এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু


ফারুকুর রহমান বিনজু ,পটিয়া

চট্টগ্রামের পটিয়ায় জেরিন আকতার (২৩) নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ গত রবিবার (৩০ এপ্রিল) সন্ধ্যায় পটিয়া কচুয়াই ইউনিয়ন শেখ মোহাম্মদ পাড়ার নিজ ঘর থেকে গলায় রশি পেঁচানো ঝুলন্ত অবস্থায় লাশ উদ্ধার করা হয়। স্থানীয় সুত্রে জানা যায়,পটিয়া উপজেলার ছনহরা ইউনিয়ন মটপাড়া গ্রামের আমির আলামদারের বড় মেয়ে জেরিন আকতারে বিয়ে হয় একই উপজেলার কচুয়াই ইউনিয়ন শেখ মোহাম্মদ পাড়ার মৃত সালামত আলী খানের দুবাই প্রবাসী ছেলে দিদারুল আলমের সাথে বিগত চার বছর আগে বিয়ে হয়।তার ২ বছরে একটি পুত্র সন্তান রয়েছে। গত রবিবার সন্ধ্যায় ঘরের দরজা বন্ধ দেখে ঘরের জানালা দিয়ে গৃহবধূ জেরিনের ঝুলন্ত লাশ দেখে চিৎকারে আশপাশের লোকজন রশিতে ঝুলানো অবস্থায় গৃহবধূর লাশ নিচে নামান।

অপর দিকে স্হানীয় সুত্রে রাত ৯ টায় পটিয়া থানা পুলিশ খবর পেয়ে পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রিটন সরকার,পরিদর্শক (তদন্ত) সাইফুল ইসলাম, উপপরিদর্শক বিভাস কুমার সাহাসহ পুলিশের একটি দল।ঘটনা স্থলে গিয়ে পরিদর্শন করে গৃহবধূর লাশটি সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য রাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরন করা হয়েছে।

নিহত গৃহবধূ জেসমিনের মা বলেন,আমার মেয়ে আত্মহত্যা করনি। স্বামীসহ পরিবারের লোকজন মেরে ফাঁসিতে ঝুলিয়ে আত্মহত্যার নাটক সাঁজানো হয়েছে। তার ২ বছরে একটি পুত্র সন্তান রয়েছে।

পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রিটন সরকার জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিদর্শন করে গৃহবধূর লাশ সুরতহাল প্রতিবেদন তৈরি করে রাতে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরন করা হয়েছে।ময়নাতদন্তের প্রতিবেদন পেলে এটি কি হত্যা, নাকি আত্মহত্যা।এ বিষয়ে তদন্ত অব্যাহত রয়েছে। মামলার প্রস্তুুতি চলছে।


Related posts

হযরত মুহাম্মদ (সাঃ)’কে নিয়ে কটুক্তির প্রতিবাদে পটিয়ায় মানববন্ধন

Chatgarsangbad.net

সৈয়দ ফজলুর রহমান (ক.) হাফেজনগরী মাইজভাণ্ডারী এর ৯২তম মহান ওরশ শরীফ উপলক্ষ্যে সংবাদ সম্মেলন

Chatgarsangbad.net

চাটগাঁর সংবাদ কার্যালয়ে খতমে কোরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

Chatgarsangbad.net

Leave a Comment