মো. কামরুল ইসলাম মোস্তফা, চন্দনাইশঃ
চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভা সদরের শাহী জামে মসজিদের সামনে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে গত বৃহস্পতিবার (৬ জুলাই) সড়ক দুর্ঘটনায় মর্মান্তিকভাবে নিহত দোহাজারী কাঁচাবাজারের নৈশপ্রহরী জসিমের পরিবারকে দোহাজারী পৌরসভার পক্ষ থেকে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে। মঙ্গলবার (১১ জুলাই) দুপুরে পৌর প্রশাসকের কার্যালয়ে নিহতের স্ত্রী-সন্তানদের হাতে নগদ দশ হাজার টাকা তুলে দেন দোহাজারী পৌরসভার প্রশাসক ও চন্দনাইশ উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা বেগম।
এসময় উপস্থিত ছিলেন- পৌর নির্বাহী কর্মকর্তা মো. সামছুদ্দিন, সহকারী প্রকৌশলী মো. নাঈম উদ্দিন, হিসাব রক্ষক জাহাঙ্গীর আলম। এবিষয়ে পৌর প্রশাসক মাহমুদা বেগম বলেন, গত বৃহস্পতিবার সড়ক দূর্ঘটনায় মর্মান্তিকভাবে নিহত জসিমের পরিবারকে সমবেদনা জানানোর পাশাপাশি পৌরসভার পক্ষ থেকে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে। নিহতের পরিবার উপজেলা নির্বাহী অফিসার বরাবরে আবেদন করলে জেলা প্রশাসক মহোদয়ের নিকট সুপারিশ করে সরকারিভাবে আর্থিক অনুদান পাওয়ার জন্য জোর সুপারিশ করবেন বলেও জানান তিনি।
Leave a Reply