নিজস্ব প্রতিবেদক:
চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার ভয়াবহ বন্যায় মারাত্মক ভাবে ক্ষতিগ্রস্থ হয়েছে চট্টগ্রাম -কক্সবাজার মহাসড়ক, কেরানীহাট-বান্দরবান সড়ক, উপজেলার আঞ্চলিক সড়কসহ প্রায় ইউনিয়নের আঞ্চলিক ও গ্রামীণসড়কগুলো।
বন্যার পানি নেমে যাওয়ার পর উপজেলার বিভিন্ন ইউনিয়নে সরেজমিন এমন চিত্র পাওয়া যায়। টানা ভারী বর্ষণ আর পাহাড়ি ঢলে শঙ্খ নদীর পানি স্রোতে উপজেলার ধর্মপুর, পুরানগড়, বাজালিয়া, কালিয়াইশ ও চরতি ইউনিয়নের প্রায় আঞ্চলিক ও গ্রামীণ সড়কপথ বিধ্বস্ত হয়ে পড়েছে, ভেঙে পড়েছে যোগাযোগ ব্যবস্থা, গ্রামীণ সড়কগুলোতে গাড়ি চলাচল বন্ধ রয়েছে। পায়ে হেঁটে যাতায়াত করছে লোকজন।
অন্যদিকে উপজেলার নলুয়া, আমিলাইষ, ঢেমশা, সোনাকানিয়া, পৌর এলাকাসমূহ ডলু নদীর প্রবল স্রোতে আর ঢলে ক্ষত-বিক্ষত হয়েছে।
বিধ্বস্ত মাটির ঘর: ভয়াবহ এই বন্যায় উপজেলার সব ইউনিয়নে মাটির ঘরগুলো ভেঙে চুরমার হয়ে গেছে। বিভিন্ন ইউনিয়নের জনপ্রতিনিধি ও স্থানীয় সূত্রে জানা যায়, অন্তত ১৫০ মাটির ঘর পুরোপুরি ধ্বংস এবং ১০০ এর মত ঘর আংশিক ক্ষতিগ্রস্ত হয়ে পড়েছে।
উপজেলার বাজালিয়ায় এফ রহমান সড়ক, চরতি -দুরদুরী- আমিলাইষ-নলুয়া সড়কের বিভিন্ন অংশে ভেঙে যাওয়ায় গাড়ি চলচল বন্ধ রয়েছে। অপরদিকে সোনাকানিয়া, ঢেমশা, কেওঁচিয়া, কালিয়াইশ সহ বিভিন্ন ইউনিয়নের গ্রামীণ সড়ক পথ বন্ধ রয়েছে। পায়ে হেঁটে যাতায়াত করছে লোকজন।
চন্দনাইশ- সাতকানিয়ার সংযোগ সড়ক খোদারহাট-সারওয়ার বাজার সড়কের তিনটি জায়গায় বড় ভাঙ্গন হওয়ায় এসড়কেও যাতায়াত বন্ধ রয়েছে। ফলে দুর্ভোগে পড়েছে যাতায়াতকারীরা
Leave a Reply